অন্ডাল, 27 জানুয়ারি : জমিদাতাদের বিক্ষোভের জেরে বন্ধ দুর্গাপুরের অন্ডাল বিমানবন্দরের উন্নয়নমূলক প্রকল্পের কাজ । উল্লেখ্য, দেশের প্রথম বেসরকারি বিমাননগরী তৈরির জন্য 2009 সালে অন্ডাল ও দুর্গাপুর-ফরিদপুর ব্লকে 11টি মৌজার জমি অধিগ্রহণ করা হয় । জমিদাতাদের দাবি, সেই সময় তাদের এক একর জমির বদলে বিমাননগরীর ভিতরে উন্নত এককাঠা জমি ও বিমানবন্দরে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় । কিন্তু জমিদাতাদের অভিযোগ, দীর্ঘ 10 বছর পেরিয়ে গেলেও সব প্রতিশ্রুতি পূরণ হয়নি । বারবার অবরোধ, ধরনা করেও কোনও কাজ হয়নি বলে অভিযোগ ।
জমিদাতাদের বিক্ষোভ, বন্ধ অন্ডাল বিমানবন্দরের কাজ - Landlord protests in Andal airport
জমি দিয়ে পাওয়া যায়নি জমি, মেলেনি কাজ । এই অভিযোগে আজ দুর্গাপুরের অন্ডাল বিমানবন্দরের উন্নয়নমূলক প্রকল্পের কাজ বন্ধ করে দিলেন জমিদাতারা ।
প্রতিশ্রুতি পূরণের দাবিতে আজ সকালে থেকে অন্ডাল, পাঠশাওড়া ও দক্ষিণখণ্ড গ্রামের প্রায় হাজারখানেক জমিদাতা বিমানবন্দরের ভিতরে নির্মীয়মাণ কাজ বন্ধ করে দেন । আজ সকালে বিমানবন্দর এলাকায় কাজ বন্ধ করে বিক্ষোভ মিছিল করেন জমিদাতারা । জমিদাতাদের হুঁশিয়ারি, এই বিক্ষোভের পরেও যদি কাজ না হয়, তাহলে আগামীদিন রানওয়ে বন্ধ করে বিমানবন্দরের সমস্ত পরিষেবা বন্ধ করে দেওয়া হবে । বিমানবন্দরের আবাসন প্রকল্পের জেনারেল ম্যানেজার অংশু কুমার জানিয়েছেন, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে ।
ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে অন্ডাল বিমানবন্দর । 'সুজালাম দ্য স্কাই সিটি'-র মধ্যে বিমানবন্দর ছাড়াও বেসরকারি হোটেল, রেস্তরাঁ, স্কুল, আইটি পার্ক, কলেজ, শপিং মল, হাসপাতাল, আবাসন ও ছোটো ছোটো কারখানা গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে । জমিদাতাদের বিক্ষোভের জেরে সেই কাজ আপাতত বন্ধ । এখন দেখার বিষয়, প্রশাসন কীভাবে জমিদাতাদের ক্ষোভ মিটিয়ে ফের বিমানবন্দরের কাজ শুরু করতে পারে ।