পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোজাগরীতে 'লক্ষ্মীলাভ' আসানসোলের অভু্ক্ত পরিবারের - দীপক ভট্টাচার্য

অনাহারে দিন কাটানো মহিশিলার বাসিন্দা দীপক ভট্টাচার্যর বাড়িতে হই-হই রব ৷ একটি স্বেচ্ছাসেবী সংগঠন ও স্থানীয়দের সহায়তায় আয়োজন করা হয়েছে লক্ষ্মী পুজোরও ৷ দেওয়া হয়েছে নতুন জামাও ৷ পুরো ব্যাপারটাই তাঁর কাছে স্বপ্নের মতো ৷

আসানসোলের সেই অনাহারে থাকা পরিবারে এলেন লক্ষ্মী

By

Published : Oct 13, 2019, 11:03 PM IST

Updated : Oct 13, 2019, 11:21 PM IST

মহিশিলা, 13 অক্টোবর : অনাহারেই দিন কাটছিল আসানসোলের মহিশিলার বাসিন্দা দীপক ভট্টাচার্য ও তাঁর পরিবারের ৷ এই খবর পেয়েই তাঁদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন বিশিষ্টজন ও স্থানীয়রা ৷ এগিয়ে আসে বেশ কিছু সংগঠনও ৷ 'ব্রাদারহুড' নামে একটি সংগঠন এই বাড়িতে আজ লক্ষ্মীপুজোরও ব্যবস্থা করে দিল৷

বাড়িটা যেন অনেকটাই পরিষ্কার৷ সিঁড়িতে, দরজার চৌকাঠে আঁকা হয়েছে আলপনা, লক্ষ্মীর পায়ের ছাপ ৷ নিজের চোখকে যেন বিশ্বাস হচ্ছে না দীপকের ৷ সবটাই তাঁর কাছে স্বপ্নের মতো ৷

শুক্রবার নিজের অনাহারের কথা জানিয়েছিলেন দীপক ৷ আজ পরনে নতুন জামা ৷ বললেন, ''খুব ভালো লাগছে ৷ এইরকমই যেন থাকতে পারি৷''

দেখুন ভিডিয়ো

বিকেল থেকেই হইচই দীপকের বাড়িতে ৷ ভিড় জমেছে তাঁর বাড়ির সামনে ৷ কারও হাতে লক্ষ্মী প্রতিমা, কারও ফুল, ফল ৷ কেউ বা ধুনুচি নিয়ে আরতির ব্যবস্থা করছেন৷ কেউ বাড়ির চারপাশে আলপনা দিতে ব্যস্ত ৷ ভোল পালটে গেছে মুহূর্তের মধ্যে ৷ উলুধ্বনি, শঙ্খধ্বনিতে কোজাগরী লক্ষ্মীপূজার আয়োজনে মেতে উঠেছেন সবাই ৷

স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে টুঙ্কা ভট্টাচার্য বলেন, "সোশাল মিডিয়া থেকে খবরটা পেয়ে আমরা গতকালই আসি ৷ খাবারের জিনিসপত্র দিয়ে গেছি ৷ মনে হয়েছিল এই বাড়িতে সারা বছর লক্ষ্মী থাকুক ৷ আর সেই কারণেই আজ লক্ষ্মীপুজোর আয়োজন করতে এসেছি আমরা ৷"

দীপক ভট্টাচার্য বলেন, "পাঁচ বছর পর আমার বাড়িতে লক্ষ্মীপুজো হল ৷ বহু মানুষ এসেছেন সাহায্য করতে ৷ অনেক দিনের খাবারের জিনিস আমাদের কাছে রয়েছে ৷ স্থানীয় কাউন্সিলর, লোকাল থানার OC-ও এসেছেন ৷ তাঁরাও যথাসাধ্য দিয়ে গিয়েছেন ৷ একটাই আবেদন, এইরকমভাবেই যেন থাকতে পারি ৷"

Last Updated : Oct 13, 2019, 11:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details