পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অ্যাম্বুলেন্স নেই, নিজের গাড়িতে জখম পুলিশ কর্মীদের নিয়ে হাসপাতালে মেয়র পারিষদ

জামুড়িয়ার চুরুলিয়ায় কোয়ারান্টাইন সেন্টার তৈরি করা নিয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ঝামেলা হয় । পুলিশকে লক্ষ্য করে ইট ও পাথর ছোড়া হয় । বোমাবাজিও করা হয় বলে অভিযোগ । কয়েকজন পুলিশকর্মী জখম হয়েছেন । নিজের গাড়িতেই তাঁদের মধ্যে তিনজনকে আসানসোল জেলা হাসাপাতালে নিয়ে যান আসানসোলের এক মেয়র পারিষদ ।

ছবি
ছবি

By

Published : Apr 14, 2020, 5:04 PM IST

Updated : Apr 14, 2020, 8:43 PM IST

আসানসোল, 14 এপ্রিল : আজ জামুড়িয়ার চুরুলিয়ায় কোয়ারান্টাইন সেন্টার তৈরি করা নিয়ে বিক্ষোভ দেখান সেখানকার বাসিন্দারা। এই ঘটনায় কয়েকজন পুলিশকর্মী জখম হন। প্রথমে তাঁদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । পরে কয়েকজনকে আসানসোল জেলা হাসপাতালে স্থানান্তরিত করার কথা বলেন সেখানকার চিকিৎসকরা । কিন্তু অ্যাম্বুলেন্স না থাকায় তাঁদের সেখানে নিয়ে যাওয়া যাচ্ছিল না । এই পরিস্থিতিতে নিজের গাড়িতেই জখম পুলিশকর্মীদের হাসপাতালে নিয়ে গেলেন আসানসোল পৌরনিগমের মেয়র পারিষদ পূর্ণশশী রায়।

আজ সকাল থেকেই জামুড়িয়ার চুরুলিয়ায় কোয়ারান্টাইন সেন্টার তৈরি করা নিয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ঝামেলা বাধে । পুলিশ বাসিন্দাদের সঙ্গে আলোচনা করতে গেলে মারমুখী হয়ে ওঠেন তাঁরা। পুলিশকে লক্ষ্য করে ইট, পাথর ছোড়া হয়। গুলি চালানোর অভিযোগও উঠেছে । ঘটনায় পুলিশ আধিকারিক সহ কয়েকজন পুলিশকর্মী জখম হন। তড়িঘড়ি তাঁদের জামুড়িয়ার আখলপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের আসানসোল জেলা হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা । কিন্তু পর্যাপ্ত অ্যাম্বুলেন্স না থাকায় তাঁদের স্থানান্তরিত করা যাচ্ছিল না । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছান আসানসোল পৌরনিগমের মেয়র পারিষদ পূর্ণশশী রায় । তিন জখম পুলিশকর্মীকে নিজের গাড়িতে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে ওই তিন পুলিশকর্মী আসানসোল জেলা হাসপাতালেই চিকিৎসাধীন।

পূর্ণশশী রায় বলেন, "আমার নিজের গাড়ি নয়। সরকার আমাকে এই গাড়ি ব্যবহার করার জন্য দিয়েছে। পুলিশকর্মীরা জখম অবস্থায় আখলপুর স্বাস্থ্যকেন্দ্রে আটকে ছিলেন। তাঁদের আমি জেলা হাসপাতালে নিয়ে এসেছি। এটা আমার কর্তব্য।"

Last Updated : Apr 14, 2020, 8:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details