কুলটি, 27 মে : যৌনকর্মীদের মৌলিক অধিকার তথা নাগরিক অধিকারকে কোনওভাবেই খর্ব করা যাবে না ৷ একটি মামলার প্রেক্ষিতে গতকাল এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ বিশেষ করে পুলিশকে এনিয়ে আরও বেশি সচেতন হতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ৷ যেখানে যৌনকর্মীদের প্রতি পুলিশের বর্বর আচরণের নিন্দা করে বিচারপতি এল নাগেশ্বর রাও এর বেঞ্চ ৷ সেই রায়ের পর আনন্দে মাতলেন কুলটির যৌনপল্লি লছিপুর ও চবকার যৌনকর্মীরা (Lachipur Sex Workers Celebration on SC Verdict) ৷ একে অপরকে মিষ্টি খাইয়ে উচ্ছ্বাস করতে দেখা গেল ৷
যৌনকর্মীরা জানিয়েছেন, এই রায় তাঁদের জীবনের অন্যতম সেরা অধ্যায় ৷ এই রায়ের পর তাঁরা সম্মানের সঙ্গে পেশা চালিয়ে যেতে পারবেন বলে জানান ৷ অনেকেই জানিয়েছেন, তাঁরা হয়তো কষ্ট থেকে বাধ্য হয়ে এই পেশায় এসেছেন ৷ কিন্তু, এই পেশাকে এতদিন মান্যতা দেওয়া হত না ৷ কিন্তু, সুপ্রিম কোর্টের রায়ের পর তাঁরা মাথা উঁচু করে বাঁচতে পারবেন ৷ সেই সঙ্গে পুলিশের যে অত্যাচার তাও বন্ধ হোক বলে দাবি করেছেন যৌনকর্মীরা ৷