দুর্গাপুর, 2 এপ্রিল : তৃণমূল নেতা-কর্মীদের বাধায় কোয়ারানটাইনে রাখা গেল না ঝাড়খণ্ড থেকে আসা শ্রমিকদের । ঘটনাটি ফরিদপুর থানা এলাকার । বর্তমানে ওই শ্রমিকদের দুর্গাপুর শহরে রাখা হয়েছে ।
বাঁকুড়ার বড়জোড়া থেকে ফিরছিলেন ঝাড়খণ্ডের 19 জন শ্রমিক । সেখানে একটি কারখানায় কাজ করেন তাঁরা। দু'-তিন দিন অভুক্ত থাকা ওই শ্রমিকরা হেঁটে দুর্গাপুরের ফরিদপুর থানা এলাকায় পৌঁছালে পুলিশের নজরে আসেন । সেখানে পুলিশ তাঁদের খাবার দিয়ে ওই এলাকার কোয়ারানটাইন কেন্দ্রে নিয়ে যায় । কিন্তু সেখানে তাঁদের ঢুকতে বাধা দেন স্থানীয়রা । ঘটনাস্থানে পুলিশ ও BDO গেলে তাঁদের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে পড়েন স্থানীয় তৃণমূল নেতা মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায়সহ আরও কয়েকজন নেতা-কর্মী । ওই শ্রমিকদের নিয়ে যাওয়া হয় ওই থানা এলাকার আরও একটি কোয়ারানটাইন কেন্দ্রে । সেটি একটি বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়। সেখানেও শ্রমিকদের ঢুকতে বাধা দেন তৃণমূলের একই নেতা-কর্মীরা ।