রানিগঞ্জ , 8 মে : জামুড়িয়া থেকে পুরুলিয়ায় বাড়ি যাওয়ার পথে ইটভাটার শ্রমিকদের আটকে দেওয়া হয় সীমান্তে । ইটভাটা শ্রমিকেরা সীমান্ত পেরোবার চেষ্টা করলে তাঁদের ওপর পুলিশের লাঠিচার্জ । লাঠিচার্জের প্রতিবাদে সকাল থেকেই পথ অবরোধ ইটভাটা শ্রমিকদের । ইটভাটা শ্রমিকদের পথ অবরোধের জেরে ব্যাপক যানজট সৃষ্টি হয় 60 নম্বর জাতীয় সড়কে ।
বাড়ি ফিরতে না পেরে ইটভাটার শ্রমিকদের আশ্রয় গাছতলা - আসানসোল
দুই জেলার পুলিশের টানাপোড়েন, অবশেষে গাছের তলায় আশ্রয় ইটভাটা শ্রমিকদের ।
এরপর এলাকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ইটভাটা শ্রমিকদের সীমান্তে আটকে দেওয়াকে নিয়ে চলে বাঁকুড়া পুলিশের সঙ্গে বচসা । অন্যদিকে, ইটভাটা শ্রমিকদের সীমান্তে আটকে দেওয়ার ঘটনাকে নিয়ে পশ্চিম বর্ধমান জেলার রানিগঞ্জ থানার পুলিশের সঙ্গে বাঁকুড়া জেলার মেজিয়া থানা পুলিশের দ্বন্দ্ব শুরু হয় । কয়েক ঘন্টা ধরে চলে টানাপোড়েন ।
অবশেষে ইটভাটার শ্রমিকদের পিছু হটতে হল । রানিগঞ্জ থানার পুলিশ ও স্থানীয় বাসিন্দারা 500 জন ইটভাটার শ্রমিকদের গাছের নিচে আশ্রয়ের ব্যবস্থা করে দেয়। স্থানীয় বাসিন্দা ও বল্লভপুর পঞ্চায়েতের উদ্যোগে ওই ইটভাটার শ্রমিকদের খাবার ব্যবস্থা করা হয় । বাচ্চাদের জন্য দুধের ব্যবস্থা করা হয় । আরেকবার মানবিক মুখের পরিচয় দেখা গেল রানিগঞ্জের সাহেবগঞ্জ এলাকায় ।