দুর্গাপুর, 13 মার্চ : দুর্গাপুর ইস্পাত কারখানার নিজস্ব কুমারমঙ্গলম শিশুউদ্যান । যা লিজ়ে দেওয়া হয় কোনও না কোনও সংস্থাকে । এরকমই একটি সংস্থা বেশ কিছু বছর লিজ়ের টাকা না দেওয়ায় মামলা করে ইস্পাত কারখানা । জয় হয় তাদেরই । ফলে নতুন করে অন্য একটি সংস্থাকে পার্কটি লিজ়ে দেয় কারখানা কর্তৃপক্ষ । তাতেই বাধ সাধে । আগেই সংস্থার কর্মচারীরা টাকা, পিএফ, গ্র্যাচুয়িটি কিছুই না পাওয়ায় এই পার্কের সামনেই ধরনায় বসে । বিগত 6 দিন ধরে পার্কটিতে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা । তাঁদের দাবি, নতুন সংস্থার তরফেও তাঁদেরই কর্মচারী হিসেবে নেওয়া হোক । নাহলে কাজ চলে গেলে, পেট চলবে কী করে ।
মেটেনি সমস্যা, ধরনায় বসে পার্কের কর্মীরা - park problem
সিল হওয়া পার্কের বাইরে ধরনায় কর্মীরা । দাবি, কাজ না হারিয়ে কাজ আসুক ।
কর্মীদের অভিযোগ, দেবাশিস রায় নামে এক ব্যবসায়ীয়ের একটি সংস্থা এই পার্কটির লিজ় নিয়েছিলেন । তারা দীর্ঘ তিন মাস কাউকে মাইনের টাকা দেয়নি, তাদের অনেকের পিএফের টাকা কাটা হলেও তা জমা পড়েনি । এছাড়াও আরও নানা বিষয়ে কর্মীদের বকেয়া রয়েছে । এই বেসরকারি সংস্থার কর্ণধার BJP-র নেতা হিসেবেও পরিচিত বলে অভিযোগ তোলে তারা । কিন্তু দুর্গাপুর ইস্পাত কারখানার কাছে কোটি টাকার বেশি লিজ়ের অর্থ বকেয়ার সঙ্গে সঙ্গে এই 40 জন কর্মীর তিনমাসের বেতনসহ আরও বেশ কিছু টাকা বকেয়ার অভিযোগ রয়েছে । টাকা না পাওয়া এবং কাজ হারানোর জন্যই এই বিক্ষোভ বলে জানাচ্ছেন তাঁরা ।
এবিষয়ে শম্ভুনাথ দাস বলে এক আন্দোলনকারী জানান, এভাবে হঠাৎ করে কাজ চলে যাওয়ায় আমরা কী করব বুঝতে পারছি না । আমরা চাই, নতুন সংস্থা আমাদের কাজে নিক ।