পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Labourers Agitation: বিনা নোটিশে ছাঁটাইয়ের অভিযোগ, কারখানার সামনে বিক্ষোভে সামিল তৃণমূলপন্থী শ্রমিকরা - labourers

তৃণমূলের রাজত্বে ছাঁটাইয়ের অভিযোগ শাসকদলের শ্রমিকদেরই ৷ এমনই ঘটনা ঘটেছে কাঁকসার বামুনাড়া শিল্পতালুকে একটি বেসরকারি রড তৈরির কারখানায় ৷ প্রতিবাদে বুধবার সকাল থেকে 72 জন শ্রমিক বিক্ষোভে বসেছেন ৷

Etv Bharat
কারখানার সামনে বিক্ষোভে সামিল তৃণমূলপন্থী শ্রমিকরা

By ETV Bharat Bangla Team

Published : Nov 1, 2023, 2:51 PM IST

কারখানার সামনে বিক্ষোভে সামিল তৃণমূলপন্থী শ্রমিকরা

দুর্গাপুর, 1 নভেম্বর: এ যেন উলটপুরাণ । এবার কাজ থেকে বসিয়ে দেওয়ার অভিযোগ খোদ তৃণমূল শ্রমিক ইউনিয়নের কর্মীদের । আর এই ঘটনার প্রতিবাদে আজ বুধবার কাঁকসার বামুনাড়া শিল্পতালুকে একটি বেসরকারি রড তৈরির কারখানার গেটের সামনে বসে পড়লেন ছাঁটাই হওয়া শ্রমিকরা । রীতিমতো তৃণমূল শ্রমিক ইউনিয়ন ও দলীয় পতাকা লাগিয়ে দিয়ে বিক্ষোভে সামিল হলেন 72 জন অস্থায়ী শ্রমিক ।

ভিন রাজ্য থেকে শ্রমিক এনে কাজ করানো হচ্ছে ৷ অথচ স্থানীয় যারা প্রায় 20 বছর ধরে কাজ করছেন, যারা জমি দিয়েছেন শিল্পের জন্য আজ তাদেরকে বঞ্চিত করে বাইরে থেকে লোক এনে কাজ হচ্ছে । যতক্ষণ না তাদেরকে কাজে পুনর্বহাল না করা হচ্ছে ততক্ষণ কারখানার গেট আগলে রেখে বিক্ষোভ চলবে বলে হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনকারী শ্রমিকরা । কারখানার গেটের সামনে এই বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসে কাঁকসা থানার পুলিশ ।

কিন্তু পুনর্বহাল না হওয়া পর্যন্ত আন্দোলন জারি থাকবে বলে অনড় আন্দোলনকারীরা । আজ যেখানে এই কারখানা সেখানে এক সময় জমি চাষ করতেন ডালু টুডু । জমিতে কারখানা গড়ে ওঠার পর স্থায়ী শ্রমিক হিসেবে চাকরি পান । বিক্ষোভরত অবস্থায় ডালু টুডুর আবেদন, "দীর্ঘ কয়েকদশক চাকরি করছি এই কারখানায় । একসময় এই জমিতে চাষ করে সংসার চলত । আজ সেই চাষের জমিতে কারখানা গড়ে উঠেছে । কারখানায় কাজ করেই সংসার চলে । এখন ভিন রাজ্য থেকে শ্রমিকদেরকে এই কারখানায় নিয়োগ করা হচ্ছে । আমাদেরকে কোনও কিছু না জানিয়ে আজ থেকে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে । আমরা কাজ চাই ৷ আবার আমাদেরকে নিয়োগ করতে হবে ৷ তা না হলে বৃহত্তর আন্দোলনের পথে যাব আমরা ।"

একই কথা শোনা গেল কারখানার জন্য জমিহারা এবং বর্তমানে এই কারখানার স্থায়ী শ্রমিক ভূপেন রজকের মুখেও । এই শ্রমিকদের মধ্যে বেশ কয়েকজন মহিলাও আজ সকাল থেকেই আন্দোলনে সামিল । যদিও এই বিষয়ে এখনও কারখানা কর্তৃপক্ষ কোনও কিছুই জানাননি । দুর্গাপুরের মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায় বলেন, "আমি বিষয়টি নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে অবিলম্বে কথা বলব ।"

আরও পড়ুন : ফের বেআইনি কয়লা সিন্ডিকেটের গুঞ্জন আসানসোলে, বন্ধ করতে শাসক দলকে আহ্বান জিতেন্দ্র'র

ABOUT THE AUTHOR

...view details