পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দুর্গাপুর ইস্পাত কারখানায় ঠিকা শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা নিয়ে প্রশ্ন - আইএনটিটিইউসি

দুর্গাপুর সি্টল প্লান্টে কর্মরত অবস্থায় মৃত্য়ু হল এক ঠিকা শ্রমিকের৷ ঘটনার জন্য় নিরাপত্তার গাফিলতিকেই দায়ী করেছেন শ্রমিকরা৷ মৃতের পরিবারের একজনের চাকরির দাবি তুলেছে আইএনটিটিইউসি৷ ঘটনাস্থলে সংগঠনের নেতা প্রভাত চট্টোপাধ্য়ায়৷

Wb_dur_04_ dsp plant accident died one contactor Worker _7204345
দুর্গাপুর ইস্পাত কারখানায় ঠিকা শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

By

Published : Jan 24, 2021, 6:47 PM IST

দুর্গাপুর, 24 জানুয়ারি : ফের রাষ্ট্রায়ত্ত দুর্গাপুর স্টিল প্লান্ট কারখানায় কর্মরত এক শ্রমিকের মৃত্যু৷ ঘটনা ঘিরে উত্তেজনা ছড়াল কারখানা চত্বরে। মৃত ঠিকা শ্রমিকের নাম শেখ সামিউদ্দিন (48)। তিনি জ্যাক অপারেটরের কাজ করতেন। রবিবার বেলা 11টা নাগাদ জ্যাক হামার চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান শেখ সামিউদ্দিন। মৃতদেহ উদ্ধার করে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

শ্রমিকদের একাংশের অভিযোগ, ঠিকমতো নিরাপত্তা না থাকাতেই তাঁর এই মর্মান্তিক পরিণতি৷ বারবার একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় শ্রমিকরা এদিন ক্ষোভে ফেটে পড়েন। ঘটনাস্থলে যান আইএনটিটিইউসি নেতা প্রভাত চট্টোপাধ্য়ায়। তিনি কারখানা কর্তৃপক্ষকে অবিলম্বে শ্রমিকদের নিরাপত্তা বাড়ানোর জন্য় আবেদন করেন৷ তাতে সাড়া দিয়ে এদিন থেকেই প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ৷

শ্রমিকদের নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি বিষয়টি দেখভালের জন্য় একজন আধিকারিককেও নিয়োগ করার পরামর্শ দিয়েছেন প্রভাত৷ মৃত শ্রমিকের পরিবারের একজনের চাকরির দাবিও জানানো হয়েছে শ্রমিক সংগঠনের তরফে৷

ABOUT THE AUTHOR

...view details