পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অঙ্গনওয়াড়ি কর্মীদের বিরুদ্ধে বহিরাগতদের ভ্যাকসিন দেওয়ার অভিযোগ - KANKSA BLOCK

বহিরাগতদের নিয়ে এসে ভ্যাকসিন দেওয়া হচ্ছে কুলডিহার উপ-স্বাস্থ্যকেন্দ্রে, অভিযোগ এলাকাবাসীর। ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসার মলানদিঘি ক্যাম্পের পুলিশ।

KULDIHA
বহিরাগতদের নিয়ে এসে ভ্যাকসিন দেওয়া হচ্ছে কুলডিহার উপ-স্বাস্থ্যকেন্দ্রে অভিযোগ এলাকাবাসীর

By

Published : May 28, 2021, 6:11 PM IST

দুর্গাপুর, ২৮ মে: বহিরাগতদের নিয়ে এসে ভ্যাকসিন দেওয়া হচ্ছে কুলডিহার উপ-স্বাস্থ্যকেন্দ্রে, অভিযোগ এলাকাবাসীর। ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসার মলানদিঘি ক্যাম্পের পুলিশ।

স্বাস্থ্যকর্মী, আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের পরিবারের লোকজনের শুরু হয়েছে রাজ্যজুড়ে ভ্যাকসিন দেওয়ার কাজ। কিন্তু কাঁকসার কুলডিহা উপ-স্বাস্থ্যকেন্দ্রে শুক্রবার সকাল থেকে স্বাস্থ্যকর্মী অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশাকর্মীরা পরিবার-পরিজন ছাড়়াও বহিরাগত আত্মীয়-স্বজনদের নিয়ে এসে ভ্যাকসিন দিচ্ছেন বলে অভিযোগ করেছে এলাকাবাসীর একাংশ। আসানসোল, জামুড়িয়া দুর্গাপুর সহ বিভিন্ন প্রান্ত থেকে স্বাস্থ্যকর্মী, আশাকর্মীদের আত্মীয় পরিজনেরা গাড়ি ভাড়া করে আসছেন এবং ভ্যাকসিন নিয়ে যাচ্ছেন। প্রতিবাদ করতে গেলে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন প্রিয়নাথ মুখোপাধ্যায় এবং সঞ্জয় মুখোপাধ্যায় সহ অন্যান্য এলাকাবাসীরা।

আরও পড়ুন:ত্রাণ শিবিরে ভিড় বাড়িয়ে করোনা ছড়ানোর চক্রান্ত বিজেপির, ভাইরাল চ্য়াট দেখিয়ে অভিযোগ তৃণমূলের

আসানসোল, জামুড়িয়া থেকে আত্মীয়-স্বজনদের নিয়ে আসা হচ্ছে বলেও অভিযোগ। পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এবিষয়ে অভিযোগ জানিয়েছেন এলাকাবাসীরা। যদিও পুরো অভিযোগ অস্বীকার করেছেন পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্য-সহায়ক সুপ্রিয়া মণ্ডল। তিনি জানিয়েছেন, আগে থেকেই পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে তৈরি করা হয়েছিল তালিকা সেই তালিকা দেখেই ভ্যাকসিন দেওয়া হচ্ছে। সাধারণ এলাকাবাসীরা বঞ্চিত হচ্ছেন ভ্যাকসিন থেকে বলেও দাবি করেন এলাকাবাসীর একাংশ।

ABOUT THE AUTHOR

...view details