কুলটি, 23 অগস্ট: এক বাবাধাম থেকে অন্য বাবাধামে। একদিকে সবাই যখন শ্রাবণ মাসে জল ঢালতে পায়ে হেঁটে হুগলির তারকেশ্বরে যাচ্ছেন। তখন ওই জেলা থেকে এক যুবক পায়ে হেঁটে কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বুধবার তিনি আসানসোলে এসে পৌঁছন। আসানসোল ছাড়িয়ে কুলটি যাওয়ার পথে নিয়ামতপুরে বিজেপি কর্মীরা ওই যুবককে ঋষি মুনির মতো দক্ষিনা প্রদান করেন।
হুগলির ধনেখালি বাসিন্দা অরিন্দম দাস। পেশায় ছোটখাটো একটি ব্যবসা করেন। অরিন্দমের মনে হয়েছে সবাই ট্রেনে, বাসে কেদারনাথ দর্শনে যান কিন্তু তিনি যাবেন পায়ে হেঁটে। আর যেই ভাবা তেমনি কাজ। গত 15 অগস্ট থেকে কেদারনাথের উদ্দেশ্যে হুগলির ধনেখালি থেকে যাত্রা শুরু করেছেন অরিন্দম দাস। বুধবার তিনি আসানসোলে এসে পৌঁছন এবং আসানসোল হয়ে তিনি ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
অরিন্দম দাস জানিয়েছেন, তিনি প্রথমে বেনারসে গিয়ে কাশী বিশ্বনাথ দর্শন করতে চান এবং তারপর তিনি কেদারনাথের উদ্দেশ্যে রওনা হবেন। 65 থেকে 70 দিন তাঁর এই যাত্রাপথে লাগতে পারে বলে অরিন্দমের প্রাথমিকভাবে অনুমান। প্রায় 1 হাজার 700 কিলোমিটার রাস্তা তাঁকে হাঁটতে হবে। এতটা রাস্তা পায়ে হেঁটে এর আগে কখনও কোথাও যাননি এবং এটাই প্রথম। যদিও মনের মধ্যে আত্মবিশ্বাস রয়েছে তিনি কেদারনাথ দর্শন করে আসবেন। বর্ষাকাল, যখন-তখন বৃষ্টি নামছে। রাস্তাঘাটও নানা এলাকায় দুর্গম হতে পারে। তাও কোনও ফিকির নেই। হাতে একটি মস্ত ছাতা এবং পিঠের ব্যাগে সামান্য জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়েছেন অরিন্দম।