আসানসোল, 20 মে : অনলাইন পরীক্ষার দাবিতে বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ভবনে উঠে আত্মহত্যার চেষ্টা করলেন এক ছাত্র । চাঞ্চল্যকর এই ঘটনাটি আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের (Student Attempts to die by Suicide on Demand of Online Examination )। কয়েকদিন ধরে ক্রমাগত বিক্ষোভের পর শুক্রবার চরমে ওঠে ছাত্রছাত্রীদের আন্দোলন । এদিন সকাল থেকেই কাজী নজরুল বিশ্ববিদ্যালয় চত্বরে অনলাইন পরীক্ষার দাবিতে পড়ুয়ারা জমায়েত হন । সেই সময়ে এক ছাত্র অনলাইন পরীক্ষার দাবিতে বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ভবনের উপরে উঠে ঝাঁপ দেওয়ার চেষ্টা কর করেন । অন্য ছাত্রছাত্রীরা অবশ্য তাঁকে আটকে দেয় । জানা গিয়েছে, ওই অজয় পন্ডিত নামে ওই ছেলেটি দুর্গাপুর ল কলেজের ছাত্র ৷
গত কয়েকদিন ধরেই অনলাইন পরীক্ষার দাবিতে উত্তাল কাজী নজরুল বিশ্ববিদ্যালয় । বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা এসে দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছিল বিশ্ববিদ্যালযয়ে । গত বুধবারও এমনই বিক্ষোভ চলেছে দিনভর । ছাত্রছাত্রীদের দাবি, সেদিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নোটিশ জারি করে অনলাইনেই পরীক্ষা নেওয়া হবে । এরপর ছাত্রছাত্রীরা হাসিমুখে বাড়ি ফিরে যায় । কিন্তু বৃহস্পতিবার রাতে ফের নোটিশ দেওয়া হয় পরীক্ষা অফলাইনেই হবে । আজ সকাল থেকেই কাতারে কাতারে ছাত্রছাত্রী এসে জমা হয় বিশ্ববিদ্যালয়ে । দফায় দফায় চলে বিক্ষোভ । এমনকী পথ অবরোধ করে ছাত্রছাত্রীরা । পুলিশ এসে সেই অবরোধ তুলে দেয় । কিন্তু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাধন চক্রবর্তী একবারের জন্য বেরিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে এখনও পর্যন্ত কথা বলেননি ।