পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জেলার পড়ুয়াদের জন্য সুখবর! কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মউ স্বাক্ষর মালয়েশিয়ার ইউনিভার্সিটির - আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ের

Kazi Nazrul University: এই প্রথম রাজ্যের কোনও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মউ স্বাক্ষর হল মালয়েশিয়ার নামী বিশ্ববিদ্যালয়টির । সুবর্ণ সুযোগ মফস্বলের পড়ুয়াদের জন্য ।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Dec 12, 2023, 12:22 PM IST

Updated : Dec 12, 2023, 12:30 PM IST

আসানসোল, 12 ডিসেম্বর :আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নাম জুড়ল বাংলার কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের। আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মালয়েশিয়ার অত্যন্ত নামী টেলর’স বিশ্ববিদ্যালয়ের মউ স্বাক্ষরিত হয়েছে। এর ফলে মফস্বলের ছাত্রছাত্রীর জন্য গবেষণা ও উচ্চ শিক্ষার বিরাট সুযোগ আসতে চলেছে।

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবাশিস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই চুক্তির মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়েরই পড়ুয়া ,গবেষক থেকে অধ্যাপকরাও সমৃদ্ধ হবেন। মালয়েশিয়ার বেসরকারি অন্যতম বৃহৎ ইউনিভার্সিটি হল এই টেলার'স বিশ্ববিদ্যালয়। অত্যন্ত নামী এই বিশ্ববিদ্যালয়টির নাম কিউএস ওয়ার্ল্ড ব়্যাঙ্কিংয়ে রয়েছে। পড়াশোনা ও বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোগত মানের উপর ভিত্তি করে কিউএস ওয়ার্ল্ড ব়্যাঙ্কিং তৈরি হয়েছে । যেখানে তালিকাভুক্ত বিশ্বের নামজাদা বিশ্ববিদ্যালয়গুলি । সেই তালিকায় থাকা মালয়েশিয়ার টেলার'স ইউনিভার্সিটির সঙ্গে চুক্তিতে বাংলার কাজী নজরুল ইউনিভার্সিটি। এই প্রথম রাজ্যের কোনো বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মউ স্বাক্ষর করল মালয়েশিয়ার এই বিশ্ববিদ্যালয়টি।

ভার্চুয়াল বা অনলাইন মাধ্যমে হয় এই মউ স্বাক্ষর । কাজী নজরুল বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, মউ স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দেবাশিস বন্দ্যোপাধ্যায় , রেজিস্ট্রার চন্দন কোনার, স্কুল অফ মাইনস ও মেটালাজির অধ্যাপক অরিন্দম বিশ্বাস প্রমুখ। মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী অধ্যক্ষ ডেভিড আসিরবাথাম ও কম্পিউটার সায়েন্স বিভাগের বাঙালি অধ্যাপক সায়ন কুমার রায়।

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবাশিস বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, "এই চুক্তির মাধ্যমে উপকৃত হবেন দুই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া , গবেষক থেকে অধ্যাপকরা। দুই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা যৌথভাবে গবেষণা করতে পারবেন। একটি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও গবেষকরা নির্দিষ্ট সময়ের জন্য মালয়েশিয়ার সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে গিয়ে পঠন-পাঠন ও গবেষণার কাজও করতে পারবেন।"

দেবাশিস বাবু আরও জানিয়েছেন, "দুই বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে বক্তৃতা, আলোচনা চক্র এবং সেমিনারের আয়োজন হবে। মেধার আদান-প্রদান হবে।" কাজী নজরুল বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, আপাতত দু'বছরের জন্য এই মউ স্বাক্ষরিত হয়েছে।

পরবর্তী ক্ষেত্রে এই চুক্তি নবীকরণও করা যাবে। মালয়েশিয়ার ওই বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভিন্ন সময়ে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে যেসব গবেষণামূলক কাজ করেছে, সেগুলো দেখেই উৎসাহিত হয়ে মউ স্বাক্ষর করেছে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। যার ফলে আগামী দিনে মফস্বলের ছাত্রছাত্রীদের কাছেও উচ্চ শিক্ষা ও গবেষনার নয়া দিগন্ত খুলে যাবে বলে আশা আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।

আরও পড়ুন:

  1. রাজ্যপালের মামলার খরচ জোগাচ্ছে বিশ্ববিদ্যালয়গুলি! ইতিমধ্যেই টাকা পৌঁছেছে যাদবপুর-কলকাতার
  2. রায়গঞ্জ মেডিক্যাল কলেজের হস্টেলে যাদবপুরের ছায়া, পড়ুয়াদের নিগ্রহের অভিযোগ সিনিয়রদের বিরুদ্ধে
  3. এবারও হচ্ছে না পৌষমেলা, বিজ্ঞপ্তি দিয়ে জানাল বিশ্বভারতী ও শান্তিনিকেতন ট্রাস্ট
Last Updated : Dec 12, 2023, 12:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details