আসানসোল, 12 ডিসেম্বর :আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নাম জুড়ল বাংলার কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের। আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মালয়েশিয়ার অত্যন্ত নামী টেলর’স বিশ্ববিদ্যালয়ের মউ স্বাক্ষরিত হয়েছে। এর ফলে মফস্বলের ছাত্রছাত্রীর জন্য গবেষণা ও উচ্চ শিক্ষার বিরাট সুযোগ আসতে চলেছে।
কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবাশিস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই চুক্তির মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়েরই পড়ুয়া ,গবেষক থেকে অধ্যাপকরাও সমৃদ্ধ হবেন। মালয়েশিয়ার বেসরকারি অন্যতম বৃহৎ ইউনিভার্সিটি হল এই টেলার'স বিশ্ববিদ্যালয়। অত্যন্ত নামী এই বিশ্ববিদ্যালয়টির নাম কিউএস ওয়ার্ল্ড ব়্যাঙ্কিংয়ে রয়েছে। পড়াশোনা ও বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোগত মানের উপর ভিত্তি করে কিউএস ওয়ার্ল্ড ব়্যাঙ্কিং তৈরি হয়েছে । যেখানে তালিকাভুক্ত বিশ্বের নামজাদা বিশ্ববিদ্যালয়গুলি । সেই তালিকায় থাকা মালয়েশিয়ার টেলার'স ইউনিভার্সিটির সঙ্গে চুক্তিতে বাংলার কাজী নজরুল ইউনিভার্সিটি। এই প্রথম রাজ্যের কোনো বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মউ স্বাক্ষর করল মালয়েশিয়ার এই বিশ্ববিদ্যালয়টি।
ভার্চুয়াল বা অনলাইন মাধ্যমে হয় এই মউ স্বাক্ষর । কাজী নজরুল বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, মউ স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দেবাশিস বন্দ্যোপাধ্যায় , রেজিস্ট্রার চন্দন কোনার, স্কুল অফ মাইনস ও মেটালাজির অধ্যাপক অরিন্দম বিশ্বাস প্রমুখ। মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী অধ্যক্ষ ডেভিড আসিরবাথাম ও কম্পিউটার সায়েন্স বিভাগের বাঙালি অধ্যাপক সায়ন কুমার রায়।