দুর্গাপুর, 7 ডিসেম্বর : এবার করোনা সংক্রমিত হলেন পশ্চিম বর্ধমানের কাঁকসা ব্লকের বিডিও সুদীপ্ত ভট্টাচার্য (Kankasa BDO Tests Covid-19 Positive) ৷ সেইসঙ্গে করোনা সংক্রমিত হয়েছেন জেলার ভূমি ও রাজস্ব দফতরের প্রধান আধিকারিক ৷ ফলে চিন্তা বেড়েছে জেলা প্রশাসনে ৷ এই দুই আধিকারিকের করোনা আক্রান্ত হওয়ার ঘটনায় উদ্বেগ বেড়েছে (Kankasa BDO and Land and Revenue Department officer are Covid Positive) ৷
নতুন বছরের শুরু থেকেই রাজ্যে করোনা সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী ৷ একইভাবে পশ্চিম বর্ধমানেও সংক্রমণ ক্রমশ বাড়ছে ৷ এই পরিস্থিতিতে কাঁকসা ব্লক উন্নয়ন আধিকারিক করোনা সংক্রমিত হওয়ায় উদ্বেগ বেড়েছে প্রশাসনের উপর মহলে ৷ শুধু বিডিও নন ৷ জেলার ভূমি ও রাজস্ব দফতরের আধিকারিকও করোনা সংক্রমিত হয়েছেন ৷ ফলে একের পর এক আধিকারিক করোনা আক্রান্ত হওয়ায় সরকারি পরিষেবা বিঘ্নিত হওয়ার একটা আশঙ্কা থেকে যাচ্ছে ৷