পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Covid in West Burdwan : করোনা আক্রান্ত কাঁকসার বিডিও এবং ভূমি ও রাজস্ব দফতরের আধিকারিক - Covid in West Burdwan

করোনা সংক্রমিত হলেন কাঁকসা ব্লকের বিডিও এবং পশ্চিম বর্ধমানের ভূমি ও রাজস্ব দফতরের এক আধিকারিক (Kankasa BDO and Land and Revenue Department officer are Covid Positive) ৷ ফলে জেলার সংক্রমণ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রশাসন ৷ বিভিন্ন সরকারি পরিষেবা সংক্রান্ত কাজেও এর ফলে ব্যাঘাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন দুর্গাপুরের মহকুমা শাসক কুমার চৌধুরী ৷

Kankasa BDO and Land and Revenue Department officer are Covid Positive
Kankasa BDO and Land and Revenue Department officer are Covid Positive

By

Published : Jan 7, 2022, 1:43 PM IST

দুর্গাপুর, 7 ডিসেম্বর : এবার করোনা সংক্রমিত হলেন পশ্চিম বর্ধমানের কাঁকসা ব্লকের বিডিও সুদীপ্ত ভট্টাচার্য (Kankasa BDO Tests Covid-19 Positive) ৷ সেইসঙ্গে করোনা সংক্রমিত হয়েছেন জেলার ভূমি ও রাজস্ব দফতরের প্রধান আধিকারিক ৷ ফলে চিন্তা বেড়েছে জেলা প্রশাসনে ৷ এই দুই আধিকারিকের করোনা আক্রান্ত হওয়ার ঘটনায় উদ্বেগ বেড়েছে (Kankasa BDO and Land and Revenue Department officer are Covid Positive) ৷

নতুন বছরের শুরু থেকেই রাজ্যে করোনা সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী ৷ একইভাবে পশ্চিম বর্ধমানেও সংক্রমণ ক্রমশ বাড়ছে ৷ এই পরিস্থিতিতে কাঁকসা ব্লক উন্নয়ন আধিকারিক করোনা সংক্রমিত হওয়ায় উদ্বেগ বেড়েছে প্রশাসনের উপর মহলে ৷ শুধু বিডিও নন ৷ জেলার ভূমি ও রাজস্ব দফতরের আধিকারিকও করোনা সংক্রমিত হয়েছেন ৷ ফলে একের পর এক আধিকারিক করোনা আক্রান্ত হওয়ায় সরকারি পরিষেবা বিঘ্নিত হওয়ার একটা আশঙ্কা থেকে যাচ্ছে ৷

আরও পড়ুন : Covid in Raiganj Hospital : 9 জন চিকিৎসক-সহ রায়গঞ্জ হাসপাতালে করোনায় আক্রান্ত 14

এদিন দুর্গাপুরের মহকুমা শাসক কুমার চৌধুরী কাঁকসা ব্লক পরিদর্শনে আসেন ৷ সেখানে প্রশাসনিক আধিকারিকদের মানুষকে সংক্রমণ নিয়ে সচেতন করার বার্তা দিয়েছেন ৷ সেইসঙ্গে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন মানুষের মধ্যে করোনা সংক্রমণ নিয়ে উদাসীনতা দেখে ৷ জানান, বেশ কিছু মানুষের মধ্যে উদাসীনতা দেখা যাচ্ছে ৷ হাটে-বাজারে ভিড় অন্যান্য সাধারণ সময়ের মতোই রয়েছে ৷ বহু মানুষ মাস্ক ছাড়াই বের হচ্ছেন ৷ অনেকে বিনা প্রয়োজনেই রাস্তায় ঘোরাঘুরি করছেন বলেও অভিযোগ উঠেছে ৷ এইসব দ্রুত বন্ধ হওয়া উচিত বলে জানান তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details