বার্ণপুর, ২৮ মে: এই পুজোর কোনও তিথি নক্ষত্র নেই । এই পুজোর কোনও তিথি নক্ষত্র নেই । প্রয়োজন নেই অমাবস্যার। গত ৩৮ বছর ধরে ঠিক এই সময়ে রক্তকালী পুজো অনুষ্ঠিত হয়ে আসছে বার্নপুর শহরে। বার্নপুর সোশ্যাল ওয়েলফেয়ার কমিটি ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের প্রাণপুরুষ তথা আসানসোল শিল্পাঞ্চলে রক্তদান আন্দোলনের পথিকৃৎ প্রবীর ধর এই পুজো করে আসছেন । রক্তদাতাদের সুস্থ রাখার কামনা করতেই এই পুজো।
৩৮ বছর আগে শুরু হয়েছিল বার্নপুরে স্বেচ্ছায় রক্তদান আন্দোলন । আন্দোলন শুরু করেছিলেন সমাজসেবী প্রবীর ধর। দিনটি ছিল ২৭ মে । রক্তকালী পুজো করে পরদিন রক্তদান শিবির করার পরেই বার্নপুর সোশ্যাল ওয়েলফেয়ার কমিটির পথচলা শুরু হয়। রক্তদান আন্দোলন ছড়িয়ে পড়ে জেলায় এবং পার্শ্ববর্তী জেলাগুলিতেও। ৩৮ বছর ধরে মুমূর্ষু রোগীদের এইভাবে রক্ত যুগিয়ে চলেছে বার্নপুর সোশ্যাল ওয়েলফেয়ার কমিটি ৷ এবছরও বৃহস্পতিবার এই রক্তকালী পুজো অনুষ্ঠিত হয় তার পাশাপাশি শুক্রবার রাজ্য সরকারের ভ্রাম্যমাণ বাসে রক্তদান শিবির হয়। প্রবীর ধর বলেন, " সমস্ত রক্তদাতাদের মঙ্গলকামনায়, সুস্থতা কামনায় এই কালীপুজো হয়।"