পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রক্তদাতাদের সুস্থতা কামনায় ৩৮ বছর ধরে রক্তকালী পুজো বার্নপুরে - BURNPUR CITY

এই পুজোর কোনও তিথি নক্ষত্র নেই । প্রয়োজন নেই অমাবস্যার। গত ৩৮ বছর ধরে ঠিক এই সময়ে রক্তকালী পুজো অনুষ্ঠিত হয়ে আসছে বার্নপুর শহরে। বার্নপুর সোশ্যাল ওয়েলফেয়ার কমিটি ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের প্রাণপুরুষ তথা আসানসোল শিল্পাঞ্চলে রক্তদান আন্দোলনের পথিকৃৎ প্রবীর ধর এই পুজো করে আসছেন ।

BURNPUR
রক্তদাতাদের সুস্থতা কামনায় ৩৮ বছর ধরে রক্তকালী পুজো হয়ে আসছে বার্ণপুরে

By

Published : May 28, 2021, 7:59 PM IST

Updated : May 29, 2021, 4:23 PM IST

বার্ণপুর, ২৮ মে: এই পুজোর কোনও তিথি নক্ষত্র নেই । এই পুজোর কোনও তিথি নক্ষত্র নেই । প্রয়োজন নেই অমাবস্যার। গত ৩৮ বছর ধরে ঠিক এই সময়ে রক্তকালী পুজো অনুষ্ঠিত হয়ে আসছে বার্নপুর শহরে। বার্নপুর সোশ্যাল ওয়েলফেয়ার কমিটি ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের প্রাণপুরুষ তথা আসানসোল শিল্পাঞ্চলে রক্তদান আন্দোলনের পথিকৃৎ প্রবীর ধর এই পুজো করে আসছেন । রক্তদাতাদের সুস্থ রাখার কামনা করতেই এই পুজো।

৩৮ বছর আগে শুরু হয়েছিল বার্নপুরে স্বেচ্ছায় রক্তদান আন্দোলন । আন্দোলন শুরু করেছিলেন সমাজসেবী প্রবীর ধর। দিনটি ছিল ২৭ মে । রক্তকালী পুজো করে পরদিন রক্তদান শিবির করার পরেই বার্নপুর সোশ্যাল ওয়েলফেয়ার কমিটির পথচলা শুরু হয়। রক্তদান আন্দোলন ছড়িয়ে পড়ে জেলায় এবং পার্শ্ববর্তী জেলাগুলিতেও। ৩৮ বছর ধরে মুমূর্ষু রোগীদের এইভাবে রক্ত যুগিয়ে চলেছে বার্নপুর সোশ্যাল ওয়েলফেয়ার কমিটি ৷ এবছরও বৃহস্পতিবার এই রক্তকালী পুজো অনুষ্ঠিত হয় তার পাশাপাশি শুক্রবার রাজ্য সরকারের ভ্রাম্যমাণ বাসে রক্তদান শিবির হয়। প্রবীর ধর বলেন, " সমস্ত রক্তদাতাদের মঙ্গলকামনায়, সুস্থতা কামনায় এই কালীপুজো হয়।"

রক্তদাতাদের সুস্থতা কামনায় চলছে পুজো

আরও পড়ুন:বৃষ্টিতে বানভাসি মালদা শহর, জমা জল নিকাশের দাবিতে পথ অবরোধ

গোটা পৃথিবীতে এই ধরনের পুজো দেখতে পাওয় যায় না । আসানসোল জেলা হাসপাতালের মেডিক্যাল অফিসার সঞ্জিত চট্টোপাধ্যায় বলেন, "যে কোনও শুভকাজে একটা উদ্যোগ লাগে এবং এই পুজো রক্তদান আন্দোলনকে ত্বরান্বিত করেছে । সেই কারণে অবশ্যই এটি একটি শুভ উদ্যোগ । এই করোনা পরিস্থিতিতে একটি রক্তদান শিবির করা মুখের কথা নয় । সেখানে পুজোর সঙ্গে একটি রক্তদান শিবির হচ্ছে । এত মানুষ রক্তদান করছেন এটাই বা কম কিসের।"

Last Updated : May 29, 2021, 4:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details