পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার চার ছিনতাইকারী - আগ্নেয়াস্ত্র উদ্ধার

পুলিশের তৎপরতায় ভেস্তে গেল গাড়ি ছিনতাইয়ের ছক ৷ গোপন সূত্রে আসা খবরের ভিত্তিতে চার ছিনতাইকারীকে গ্রেফতার করল পশ্চিম বর্ধমানের কাঁকসা থানার পুলিশ ৷ উদ্ধার হল অস্ত্র, কার্তুজ ৷

Wb_dur_02_ kaksa police arrest 4 snatcher recovery fire arms_7204345
আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার চার ছিনতাইকারী

By

Published : Feb 27, 2021, 5:13 PM IST

হাওড়া, 27 ফেব্রুয়ারি: আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার চার ছিনতাইকারী ৷ শুক্রবার রাতে তাদের পাকড়াও করে পশ্চিম বর্ধমানের কাঁকসা থানার পুলিশ ৷

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে কাঁকসার ত্রিলোকচন্দ্রপুর এলাকায় রাজ্য় সড়কের ধারে একটি জঙ্গলের মধ্যে জড়ো হয় সাত-আটজন দুষ্কৃতী ৷ গোপন সূত্রে সেই খবর পৌঁছে যায় কাঁকসা থানার হাতে ৷ শুরু হয় অভিযান ৷ দুষ্কৃতীদের চারপাশ দিয়ে ঘিরে ফেলে পুলিশ ৷ হাতেনাতে পাকড়াও করা হয় চারজনকে ৷ বাকিরা পালিয়ে যায় ৷ ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড কার্তুজ ও ধারাল ছুরি উদ্ধার করা হয় ৷

আরও পড়ুন:বাংলাদেশ পাচারের আগে উদ্ধার কচ্ছপের অংশ, গ্রেফতার 2

পুলিশ সূত্রে খবর, রাজ্য় সড়কে গাড়ি ছিনতাইয়ের ছক কষেছিল দুষ্কৃতীরা ৷ কিন্তু তার আগেই তাদের গ্রেফতার করে পুলিশ ৷ ধৃতদের জেরা করে বাকিদের খোঁজ চালানোর চেষ্টা করছে তারা ৷ শনিবারই ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় ৷

ABOUT THE AUTHOR

...view details