দুর্গাপুর, 6 সেপ্টেম্বর: চাবিই হল কাল ৷ খুন করে তথ্য লোপাটের চেষ্টা করেও পার পেল না অভিযুক্ত রাঁধুনি(Kabuliwala murder update at Benachity)৷ দুর্গাপুরের বেনাচিতি সংলগ্ন কাইজার লেন এলাকায় কাবুলিওয়ালা হাসাম খান খুনের ঘটনায় গ্রেফতার করা হয় রাঁধুনি জাহির আলি শেখকে । জেরায় অভিযুক্ত স্বীকার করে দরজার খিল দিয়ে মাথায় আঘাত করে খুনের কথা । পরে দরজায় তালা দিয়ে বাঁকুড়ার হাটআশুড়িয়া এলাকায় চলে যায় ।
Kabuliwala Murder Update: চাবিই ধরিয়ে দিল আসল খুনিকে, কাবুলিওয়ালা খুনে পুলিশের হাতে নয়া তথ্য - বেনাচিতিতে কাবুলিওয়ালা খুনের আপডেট
দুর্গাপুরের বেনাচিতিতে কাবুলিওয়ালা খুনের ঘটনায় রাঁধুনিকে জেরা করতেই একের পর এক তথ্য উঠে আসছে পুলিশের হাতে (Kabuliwala Murder Update)৷ পুলিশের নজর ঘোরাতেই খুন করে ঘরে তালা দিয়ে চলে গিয়েছিল খুনি ৷ জেরায় এমনই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে রাঁধুনি ৷
ওই বাড়ির ভেতর থেকে কাবুলিওয়ার দেহ উদ্ধারের পর তাঁর প্যান্টের পকেট থেকে 2টি চাবি উদ্ধার হলেও একটি চাবি ছিল না । পুলিশের প্রাথমিক অনুমান ছিল, কাবুলিওয়ালার রাঁধুনি জাহির আলি শেখই খুন করেছে(Kabuliwala Murder)। তাই সেই রাতেই বাঁকুড়ার হাটআশুড়িয়া এলাকা থেকে গ্রেফতার হয় তাকে । উদ্ধার হয় একটি ব্যাগ । সেই ব্যাগের ভেতর থেকে নগদ টাকা ও একটি চাবি পাওয়া যায় ৷
পুলিশি হেফাজতে জেরার মুখে পরে সমস্ত ঘটনা স্বীকার করে ধৃত রাঁধুনি । মঙ্গলবার দুপুরে সাংবাদিক বৈঠক করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি দুর্গাপুর তথাগত পান্ডে জানান, সুদের ব্যবসা ছিল কাবুলিওয়ালা হাসাম আলি খানের । তার হিসাব নিকাশের কাজ করত রাঁধুনি জাহির আলি শেখও । সেই নিয়েই মনোমালিন্য হয় শুক্রবার সকালে । সেই রাগে দরজার খিল দিয়ে মাথায় আঘাত করে জাহির আলি খুন করে কাবুলিওয়ালাকে । তারপর আলমারি থেকে নগদ 94 হাজার 400 টাকা সোনা ও সিটিগোল্ডের চুড়ি, হিসাব নিকাশের খাতা-সহ চাবিটি নিয়ে পালিয়ে যায় ।
আরও পড়ুন :দুর্গাপুরের বেনাচিতিতে খুন কাবুলিওয়ালা