পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Anubrata Mondal: আর কতদিন তদন্ত চলবে ? অনুব্রত মামলায় সিবিআইকে প্রশ্ন বিচারকের - বীরভূমের বাঘ

সেই একই ভাবে প্রভাবশালী তত্ত্ব সামনে এনে অনুব্রত মণ্ডলের জামিনের তীব্র বিরোধীতা করেন সিবিআইয়ের আইনজীবী। পালটা যে কোনও শর্তে জামিন দেওয়া হোক বলে পালটা সওয়াল করেন অনুব্রতর আইনজীবী । তবে জামিন পেলেন না তৃণমূলের বীরভূম জেলা সভাপতি ।

Etv Bharat
অনুব্রত মণ্ডল

By

Published : Jun 30, 2023, 7:23 PM IST

আসানসোল, 30 জুন: 323 দিন জেলে রয়েছেন 'বীরভূমের বাঘ'। কিন্তু তারপরও মিলল না জামিন । যে কোনও শর্তে জামিন চাওয়া হলেও, হেফাজতে থাকার পরও সেই প্রভাবশালী তত্ত্বেই জামিনের আবেদন খারিজ হল অনুব্রত মণ্ডলের। সুতরাং পঞ্চায়েত ভোটের মধ্যেও আপাতত জেলই ঠিকানা অনুব্রত মণ্ডলের ।

শুক্রবার বিশেষ সিবিআই আদালতে তিহাড় জেল থেকে ভার্চুয়াল শুনানি ছিল অনুব্রত মণ্ডলের। কিন্তু নেটওয়ার্ক সমস্যা থাকায় ভার্চুয়াল শুনানি হয়নি। তবুও অনুব্রতর হয়ে জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। অনুব্রতকে যে কোনও শর্তে জামিন দেওয়া হোক এমনই আবেদন করেন অনুব্রতর আইনজীবী সোমনাথ চট্টরাজ। আইনজীবী সোমনাথ চট্টরাজ বলেন, "অনুব্রত মণ্ডল 11 অগষ্ট 2022 থেকে জেলবন্দি। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই পাঁচটি চার্জশিট জমা পড়েছে। কবে নাগাদ ট্রায়াল শুরু হবে অনুব্রত মণ্ডলের তাও অজানা।"

কিন্তু শুনানিতে সেই একই ভাবে প্রভাবশালী তত্ত্ব সামনে এনে জামিনের তীব্র বিরোধীতা করেন সিবিআইয়ের আইনজীবী জয় কিষান। তিনি আদালতে জানান, অনুব্রত মণ্ডল 'ভীষণ প্রভাবশালী ব্যক্তি'। তদন্ত এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও আদালতে জানান তিনি। সিবিআই-এর আইনজীবী বলেন, "অনুব্রত মণ্ডলকে জামিন দেওয়া হলে তিনি সাক্ষীদের প্রভাবিত করতে পারেন।" অনুব্রতর আইনজীবী সোমনাথ চট্টরাজ পালটা প্রশ্ন তোলেন, "ভিন রাজ্য থেকে কী প্রভাব খাটানো সম্ভব?"

অন্যদিকে, বিচারক রাজেশ চক্রবর্তী শুনানি চলাকালীন সিবিআইয়ের তদন্তকারি অফিসার সুশান্ত ভট্টাচার্যকে জিজ্ঞাসা করেন, "এখনও 283 জন সাক্ষীর বয়ান নেওয়া হয়েছে । আর কত জনের সাক্ষী লাগবে?" সিবিআইয়ের আধিকারিক সুশান্ত ভট্টাচার্য আদালতে জানান, তদন্তে নতুন একাধিক অনেক তথ্য উঠে এসেছে। তাই আরও কয়েকজন সাক্ষী প্রয়োজন । এরপরই বিচারক রাজেশ চক্রবর্তী জানতে চান, তদন্ত আরও কতদিন চলবে?

আরও পড়ুন:পঞ্চায়েতের প্রচার থেকে পুলিশকে নিয়ে বিতর্কিত মন্তব্য সেলিমের

তদন্তকারী অফিসার সুশান্ত ভট্টাচার্য জানান, খুব দ্রুত ফাইনাল চার্জশিট জমা দেওয়া হবে। দু'পক্ষের সওয়াল-জবাব শেষে বিচারক অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন খারিজ করে ফের তাঁকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন । আগামী 14 জুলাই মামলার পরবর্তী শুনানি।

ABOUT THE AUTHOR

...view details