পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অজয়ে পুণ্যস্নান, মকর সংক্রান্তির কেঁদুলিতে বাড়ছে ভিড়

মকর সংক্রান্তিতে অজয় নদের তিরে পুণ্যস্নান করলেন অসংখ্য মানুষ । পুণ্যর্থীদের সমাগমের কারণে বীরভূম ও বর্ধমান দুই জেলার পুলিশ তৎপর রয়েছে ৷ দুর্গাপুরের কাঁকসার দিকে আসানসোল -দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কাঁকসা থানা । অন্যদিকে বীরভুম জেলা পুলিশের কড়া নিরাপত্তা জারি রয়েছে । ড্রোন ক্যামেরা ও CCTV-র মাধ্যমে নজরদারি চলছে ।

Joydeb Mela
জয়দেব মেলা

By

Published : Jan 15, 2020, 12:55 PM IST

দুর্গাপুর, 15 জানুয়ারি: আজ মকর সংক্রান্তি ৷ পুণ্যতিথিতে অজয় নদে স্নান করলেন অসংখ্য মানুষ । পুণ্যার্থীদের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে । অজয়ের চরেই জয়দেবের কেঁদুলি মেলা ৷ মেলায় আগত দর্শনার্থীদের সুবিধার কথা ভেবে প্রশাসনের তরফে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে ৷

মেলামুখী জনস্রোত

পুণ্যস্নানের পর বীরভূমের রাধাবিনোদ মন্দিরে পূজা দিচ্ছেন পুণ্যার্থীরা । কেঁদুলি মেলায় দূর-দুরান্ত থেকে এসেছেন সাধক,ফকির, বাউলরা । বাউল গানের মরমিয়া সুরে ভেসে যাচ্ছে মেলার মাঠ ।

জয়দেব মেলা

পুণ্যার্থীদের সমাগমের কারণে বীরভূম ও বর্ধমান দুই জেলার পুলিশ তৎপর রয়েছে ৷ একদিকে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কাঁকসা থানা নজর রাখছে মেলার পরিস্থিতির উপরে। অন্যদিকে, বীরভূম জেলা পুলিশের তরফে কড়া নিরাপত্তা জারি রয়েছে । ড্রোন ক্যামেরা ও CCTV-র মাধ্যমে চলছে নজরদারি ৷ প্রায় 500টি আখড়া বসেছে মেলায়। মেলায় পরিচ্ছন্নতা বজায় রাখতে মোতায়েন রয়েছে প্রচুর সাফাই কর্মী। কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রয়েছে অ্যাম্বুলেন্স পরিষেবাও ৷

মঙ্গলবার মেলার আশপাশ ঘুরে দেখেন কাঁকসার BDO সুদীপ্ত ভট্টাচার্য ও পুলিশ প্রশাসন । নদীতে যাতে স্নান করতে নেমে কোনও বিপত্তি না ঘটে তার জন্য সিভিল ডিফেন্সের কর্মীদের মোতায়েন করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details