দুর্গাপুর, 7 জানুয়ারি : মুখে কালো কাপড় ও হাতে লাঠি নিয়ে রবিবার ক্যাম্পাসে ঢুকে মেয়ে ঐশীকে মেরে মাথা ফাটিয়ে দেয় দুষ্কৃতীরা । কিন্তু তাতে বিন্দুমাত্র ভীত নন বলে জানিয়েছিলেন ঐশীর বাবা দেবাশিস ঘোষ । বরং, মেয়ের পাশে দাঁড়িয়েছিলেন । আজ ফের একবার মেয়ের পাশে দাঁড়িয়ে JNU-র হামলার জন্য BJP-কে দায়ি করেন তিনি । শুধু তাই নয়, JNU-র পরিস্থিতির কথা মাথায় রেখে ওই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী নির্মলা সীতারমন ও এস জয়শংকরের BJP থেকে পদত্যাগ করা উচিত বলেও তিনি মন্তব্য করেন ।
রবিবার (5 জানুয়ারি) সন্ধেবেলা মুখে কালো কাপড় পরে দুষ্কৃতীরা ঢোকে JNU-র ক্যাম্পাসে । লাঠি নিয়ে পড়ুয়াদের উপর চড়াও হয় । মারধর করে তাদের । পড়ুয়াদের চিৎকার শুনে অধ্যাপকরা সাহায্যে এগিয়ে এলে তাঁদেরও মারধর করা হয় । ঘটনায় মাথা ফাটে JNU-র ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের । এই ঘটনার প্রতিবাদে দেশজুড়ে শুরু হয় প্রতিবাদ । JNU-তে ঐশীর উপর হামলার ঘটনায় ABVP-কে দায়ি করে পাশে দাঁড়ান বাবা দেবাশিস ঘোষ । বলেন, তিনি বিন্দুমাত্র ভীত নন । দেবাশিসবাবুর বক্তব্য, "দীর্ঘদিন ধরে পড়ুয়ারা আন্দোলন করছিল এবং শান্তিপূর্ণভাবেই করছিল ।"
আজ ফের সংবাদমাধ্যমের সামনে মেয়ের পাশে দাঁড়ান দেবাশিসবাবু । শুধু তাই নয়, JNU প্রাক্তনী হিসেবে BJP থেকে নির্মলা সীতারমন ও এস জয়শংকরকে পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেন তিনি । দেবাশিসবাবু বলেন, "JNU ছোটোখাটো বিশ্ববিদ্যালয় নয় । এই বিশ্ববিদ্যালয় থেকে IS, IPS বেরোয় । ওখান থেকেই নির্মলা সীতারমন ও এস জয়শংকররা পড়াশোনা করেছেন । ওদের BJP নিয়ে এসেছে । কারণ BJP জানে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা কীরকম ? তাদের শিক্ষাগত প্রভাব কী ? তাই ওই দু'জনকে দুটো প্রধান ক্ষেত্রে নিয়োগ করেছে BJP । আমার তো মনে হয় বর্তমান যা পরিস্থিতি তাতে ওঁদের BJP থেকে পদত্যাগ করা উচিত । কারণ ওঁদের বিশ্ববিদ্যালয়ের বদনাম হয়েছে । "
JNU-র নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তিনি প্রশ্ন তোলেন । বলেন, "আমি মেয়ের পড়াশোনার সূত্রে JNU-তে গেছি । JNU-তে ঢুকতে গেলে গেটে এন্ট্রি লিখতে হয় । যে সে ওখানে ঢুকে যেতে পারে না । সেখানে 60 জন লোক লাঠি-ডান্ডা নিয়ে হস্টেলে আক্রমণ করল । আমার মেয়েকে আক্রমণ করল । আমি এই ব্যাপারটাই বুঝে উঠতে পারছি না । ভারতে কি তাহলে ঘন ঘন নিয়ম পরিবর্তন হয় ? তার মানে এখন আমি চাইলে JNU-তে ঢুকে যেতে পারব তো ?"
হামলার ঘটনার জন্য JNU-র উপাচার্যকে দায়ি করেন দেবাশিসবাবু । তিনি বলেন, " আমি এরকম অ্যাবনরমাল উপাচার্য দেখিনি । ওঁর কোনও মানসিক রোগ আছে । ওঁর কাজ বলছে RSS-এর লোক । RSS দেশটাকে শেষ করতে চাইছে এটা তো ভারতের মানুষ এখন বলতে শুরু করেছে ।"