পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জাঁকজমক ছাড়াই রামনবমীর পুজো দিলেন জিতেন্দ্র তিওয়ারি

প্রতি বছর বড় করে করলেও এবার জাঁকজমকহীন ভাবেই হল রামনবমীর পুজো ।

Jitenra tiwari did ram nabami puja at asansol
কোরোনার জেরে জাঁকজমক ছাড়াই রাম নবমীর পুজো দিলেন জিতেন্দ্র তিওয়ারি

By

Published : Apr 2, 2020, 10:13 PM IST

দুর্গাপুর , 2 এপ্রিল : কোরোনা মোকাবিলায় তৎপর কেন্দ্র ও রাজ্য সরকার । ক্রমেই বাড়ছে মৃত ও আক্রান্তের সংখ্যা । আর এই জরুরি অবস্থার ছবি চোখে পড়ল রাম নবমীর দিনেও ৷ কোরোনার সংক্রমণ রোধে জমায়েত এড়াতে চলছে লকডাউন ৷ আর সেই লকডাউনকে মান্যতা দিয়েই শুধুমাত্র মন্দিরে মন্দিরে, বাড়ি বাড়ি পুজোপাঠ । আজ আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারিকেও দেখা গেল রাম-সীতার মন্দিরে পুজো দিতে ৷ সামাজিক দূরত্ব বজায় রেখে শুধু পুজোর নিয়মাবলী পালন করলেন তিনি । তিনি বলেন," কোরোনার জেরে এবার কোনও জাঁকজমক নয় । "

অন্যান্য বছর রাম নবমীর দিন দুর্গাপুরের শিল্পাঞ্চল ও খনি অঞ্চলে র‍্যালি বের হয় ৷ বহু আখাড়ার পক্ষ থেকে বের হয় বিরাট মিছিল । কিন্তু এবার থমথমে সব মন্দির ৷ শুধুমাত্র বাড়িতে বাড়িতে শাঁখ,উলুধ্বনি ।

কোরোনার জেরে জাঁকজমক ছাড়াই রাম নবমীর পুজো দিলেন জিতেন্দ্র তিওয়ারি

জিতেন্দ্র তিওয়ারি আজ হরিপুরের রাম-জানকী মন্দিরে রাম নবমীর পুজো করলেন । কোরোনার সংক্রমণের বিষয়টি বিবেচনা করে পুজো সরকারি নিয়ম মেনেই পরিচালিত হয়েছে । বিধায়ক মন্দিরের সামনে স্থানীয় ভক্তদের সঙ্গে মহাবীর পতাকা উত্তোলন করেন ৷ যোগ দেন আরতি ও যজ্ঞানুষ্ঠানে । বিধায়ক বলেন, " কোরোনার কারণে এখানে কোনও আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে না ৷ কিছু লোককে নিয়ে পূজো করা হল ৷ রাম মন্দিরের পতাকাটি পরিবর্তিত হয়েছে ৷ তাই নতুন পতাকা স্থাপন করা হল । "

ABOUT THE AUTHOR

...view details