আসানসোল, 25 এপ্রিল : একদিকে যখন আসানসোলে রেলের স্কুল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে অভিভাবকদের সঙ্গে আরপিএফ'দের ধস্তাধস্তি চলছে, অন্যদিকে কলকাতায় আন্তর্জাতিক চলচিত্র উৎসবের উদ্বোধনে আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা মুখ্য অতিথি । আর এই ঘটনার কথা উল্লেখ করেই বিহারীবাবু-কে খোঁচা দিলেন বিজেপি নেতা তথা আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Slams Shatrughan)। পাশাপাশি সোমবার আসানসোল রেল ডিভিশনের ডিআরএমকে স্কুল বন্ধ রুখতে চিঠি দিয়েছেন জিতেন্দ্র জায়া তথা আসানসোলের বিজেপি কাউন্সিলর চৈতালী তিওয়ারি ।
কয়েকদিন আগেই দিল্লির জাহাঙ্গীরপুরির উচ্ছেদ নিয়ে শত্রুঘ্ন সিনহা'র টুইটকে রিটুইট করে তাঁকে খোঁচা দিয়েছিলেন জিতেন্দ্র তিওয়ারি । ফের নতুন করে সোমবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উদ্বোধনে শত্রুঘ্ন সিনহার উপস্থিতি নিয়ে আসানসোলের সাংসদকে খোঁচা জিতেন্দ্রর । জিতেন্দ্র তিওয়ারি লিখেছেন, "দেখে খুশি হলাম যে শত্রুঘ্ন সিনহা জি কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে রয়েছেন । কিন্তু আসানসোলের মানুষজন আপনাকে আসানসোলের তিনটি সম্মানজনক স্কুল বন্ধের প্রতিবাদে পেল না ।"