আসানসোল, 19 ফেব্রুয়ারি :জন্মদিনে মুখ্যমন্ত্রীর উপহার, মেয়র হওয়ার পর কার্যত রাস্তাতে দাঁড়িয়েই কেক কাটলেন বিধান উপাধ্যায় (AMC New Mayor ) । বিস্ময় যেন কাটছে না । আসানসোলের মেয়র বলেন, ‘‘এটা আমি ভাবিনি । দিদি, অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়েছেন । সেটা পালন করব ।’’
2011 সালে তৃণমূলের উত্থানের পর থেকে বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় । পরপর তিনবার ভোটে জিতে বিধানসভায় গিয়েছেন ৷ 2021 সালের বিধানসভা ভোটে দলের প্রার্থী ঘোষনার আগে দেওয়াল লিখনে নিজের নাম লিখে বিতর্কেও জড়িয়েছেন ৷ তাঁকেই এবার আসানসোলের মেয়র পদে বসিয়েছে দল ৷
বাবা মানিক উপাধ্যায় ছিল গ্রামাঞ্চলের দোর্দণ্ডপ্রতাপ কংগ্রেস নেতা । পরে তৃণমূলে যোগ দেন । বাবার হাত ধরেই রাজনীতিতে আসা । গ্রামাঞ্চলের মানুষদের সঙ্গে প্রত্যহ যোগাযোগ বিধান উপাধ্যায়েরও । একেবারে আঞ্চলিক ভাষায় কথা বলেন । মাটির দাওয়ায় বসে আদিবাসীদের কাঁসার ঘটিতে জল গড়িয়ে খান । গ্রামাঞ্চলের মানুষদের কাছের সেই বিধানকেই দেওয়া হয়েছে নগরোন্নয়নের গুরুদায়িত্ব । কীভাবে পালন করবেন ?