আসানসোল, 19 মার্চ: বস্ত্র বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় 8 দিনের পুলিশ হেফাজত হল আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির (Jitendra Tiwari in Police Custody) ৷ রবিবার আসানসোল আদালত এই নির্দেশ দেয় ৷ উল্লেখ্য, আদালতে নিজের জন্য কোনও আইনজীবী নিতে রাজি হননি জিতেন্দ্র ৷ বিচারক এই বিষয়ে তাঁকে প্রশ্ন করলে প্রাক্তন মেয়র জানান, তিনি নিজেই পেশাদার আইনজীবী ৷ তাই নিজের হয়ে নিজেই সওয়াল করবেন ৷ আদালত সূত্রে জানা গিয়েছে, পুলিশ জিতেন্দ্রকে 14 দিনের জন্য নিজেদের হেফাজতে নিতে চেয়েছিল ৷ উলটোদিকে, জিতেন্দ্র চেয়েছিলেন দু'দিনের পুলিশ হেফাজত ৷ দু'পক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারক আটদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন ৷ অন্যদিকে, এদিনের এই শুনানি চালাকলীন আদালতের বাইরে বিক্ষোভে সামিল হন স্থানীয় বিজেপি কর্মী ও জিতেন্দ্রর অনুগামীরা ৷
বস্ত্র বিতরণ মামলায় গ্রেফতারি এড়াতে আগেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন জিতেন্দ্র ৷ কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন তিনি ৷ কিন্তু, সেই আবেদন আদালত গ্রাহ্য করেনি ৷ এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন জিতেন্দ্র তিওয়ারি ৷ কিন্তু, শীর্ষ আদালত এখনও এই বিষয়ে কোনও রায় দেয়নি ৷ এই অবস্থায় শনিবার নয়ডা থেকে জিতেন্দ্রকে গ্রেফতার করে আসানসোল পুলিশ ৷ ওই দিন রাতেই তাঁকে ট্রানজিট রিমান্ডে রাজ্যে ফিরিয়ে আনা হয় ৷ স্থির হয়, রবিবারই জিতেন্দ্রকে আদালতে পেশ করে 14 দিনের হেফাজত চাইবে পুলিশ ৷