কুলটি, 11 অক্টোবর:এবার ইসিএলের ঠিকা শ্রমিকদের বেতন নিয়ে বড়সড় ঘোটালার ইঙ্গিত দিলেন বিজেপি নেতা তথা আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি । বুধবার একটি সাংবাদিক সম্মেলন করে তিনি জানান, প্রায় ছয় থেকে সাড়ে ছ'হাজার ঠিকা শ্রমিকের বেতন নিয়ে দুর্নীতি করা হচ্ছে ৷ এই দুর্নীতির পরিমাণ মাসে অন্ততপক্ষে 10 কোটি টাকা । জিতেন্দ্র তিওয়ারির দাবি, এই টাকা ভাগ বাটোয়ারা করছে ইসিএলের কিছু আধিকারিক, ঠিকা সংস্থা এবং তৃণমূলের কিছু নেতা । অবস্থার পরিবর্তন না ঘটলে আগামী দিনে বড়সড় আন্দোলনের ইঙ্গিত দিয়েছেন জিতেন্দ্র তিওয়ারি ।
কীভাবে হচ্ছে এই ঘোটালা ?
জিতেন্দ্র তিওয়ারির দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শিতায় শ্রমিকদের সঠিক বেতন ও সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার জন্য কেন্দ্রীয় স্তরে একটি কমিটি রয়েছে । সেই কমিটির ঠিক করে দেওয়া অনুযায়ী ঠিকা শ্রমিকদের বেতন 30 হাজার টাকার উপরে হওয়া উচিত । অথচ বাস্তবিক ক্ষেত্রে এই ঠিকা শ্রমিকরা বেতন পাচ্ছেন কেউ 10 হাজার, কেউ 12 হাজার বা কেউ 15 হাজার, কেউ বা সর্বাধিক 18 হাজার টাকা । অর্থাৎ কেন্দ্রের ঠিক করে দেওয়া সঠিক বেতন থেকে বঞ্চিত হচ্ছেন ঠিকা শ্রমিকরা । আর সেই টাকা ভাগ বাটোয়ারা করে নিচ্ছে ইসিএল আধিকারিক, ঠিকা সংস্থা এবং তৃণমূলের কিছু নেতা । বঞ্চিত ঠিকা শ্রমিকরা আন্দোলনের পথে হাঁটলে তাদের কাজ থেকে বসিয়ে দেওয়া হচ্ছে । কেউ আবার সাহস করে তারপরেও আন্দোলনে গেলে তাকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিয়ে গ্রেফতার করা হচ্ছে ।