পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Jitendra Tiwari: বস্ত্র বিতরণ অনুষ্ঠানে যেতে বাধা জিতেন্দ্রকে, তুলকালাম পাণ্ডবেশ্বরে

বস্ত্র বিতরণ অনুষ্ঠানে যেতে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে (Jitendra Tiwari) বাধা তৃণমূলের (TMC) ৷ এই ঘটনা ঘিরে তুমুল উত্তেজনার সৃষ্টি হল পাণ্ডবেশ্বরের রামনগরে ৷

Jitendra Tiwari
বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি

By

Published : Sep 26, 2022, 6:55 AM IST

দুর্গাপুর, 26 সেপ্টেম্বর: মহালয়ার বিকেলে পাণ্ডবেশ্বরের রামনগরের বাদ্যকর পাড়ায় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে (Going to Cloth Distribution Ceremony) যাচ্ছিলেন বিজেপি নেতা (BJP Leader) জিতেন্দ্র তিওয়ারি ৷ সেখানে যেতে তাঁকে বাধা দেন স্থানীয় তৃণমূল কর্মীরা। এই নিয়ে তুমুল উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়।

পুলিশের নির্দেশে উত্তেজনা থামাতে মাঝপথ থেকে ফিরে যেতে বাধ্য হন জিতেন্দ্র তিওয়ারি। পরে জিতেন্দ্র তিওয়ারি জানান, প্রত্যেক বছরের মতো এই বছর শারদীয়া দুর্গোৎসবের আগে বিভিন্ন এলাকায় দুস্থদেরকে বস্ত্র বিতরণ করে বিজেপি নেতৃত্ব ৷ কিছুদিন আগে পাণ্ডবেশ্বর থানার (Pandaveswar Police Station) রামনগরের বাদ্যকর পাড়ার তফসিলি জাতীর নাগরিকরা তাঁকে আবেদন করেন পুজোর আগে তাঁদের বস্ত্র বিতরণ করতে ৷

তাঁর অভিযোগ পুলিশ প্রশাসনকে জানিয়েই তিনি এলাকায় গিয়েছিলেন । কিন্তু স্থানীয় তৃণমূল বিধায়ক নরেন চক্রবর্তীর মদতে বেশ কয়েকজন তাঁর পথ আটকায় । জিতেন্দ্রর আরও অভিযোগ, তাঁর যাওয়ার খবর পেয়ে শনিবার রাত থেকেই তৃণমূল কর্মীরা (TMC Workers) এলাকায় তাণ্ডব শুরু করেছিল । তা সত্ত্বেও তিনি ঘটনাস্থলে যান। পরে সাংবাদিকদের তিনি জানান, যে যাই করুক না কেন, কয়লা চোর, লোহা চোর ও গরু চোরদের দিয়ে বিজেপিকে আটকানো যাবে না।

বস্ত্র বিতরণ অনুষ্ঠানে যেতে বাধা দেওয়া হল জিতেন্দ্র তিওয়ারিকে

আরও পড়ুন:'রাজ্যের মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে তৃণমূল সরকার', কটাক্ষ সুজনের

ABOUT THE AUTHOR

...view details