পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র হলেন জিতেন্দ্র তিওয়ারি - জিতেন্দ্র তেওয়ারি

জিতেন্দ্র তিওয়ারিকে তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র করল শীর্ষ নেতৃত্ব । এবার থেকে সর্বভারতীয় ক্ষেত্রে তৃণমূলের তরফে তিনিই প্রতিনিধিত্ব করবেন। সম্প্রতি তাঁকে বিভিন্ন সংবাদ মাধ্যমে তৃণমূলের তরফে বক্তব্য রাখতে দেখা যাচ্ছিল ৷ আজ সেটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল তৃণমূল ৷

jitendra tewari became national spoke person of TMC
তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র হলেন জিতেন্দ্র তিওয়ারি

By

Published : Feb 16, 2021, 7:29 PM IST

আসানসোল, 156 ফেব্রুয়ারি : দলের পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতির পদ ছেড়েছিলেন। ছেড়েছিলেন দলও। পুনরায় দলে ফিরলেও, দল তাঁকে আর কোনও পদে ফেরায়নি এতদিন। বিভিন্ন সময়ে তাঁকে নিয়ে নানান রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। সেই জিতেন্দ্র তিওয়ারিকে এবার তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র করা হল। সর্বভারতীয় টিভি চ্যানেলগুলির বিভিন্ন ডিবেট শো-তে দলের পক্ষ থেকে তিনিই প্রতিনিধিত্ব করবেন।

আরও পড়ুন : জেলা কমিটির শিকে না ছিঁড়লেও দলেই থাকছেন জিতেন্দ্র

17 ডিসেম্বর আসানসোল পৌরনিগমের মুখ্য প্রশাসক থেকে ইস্তফা দেন। একই দিনে কিছুক্ষণের মধ্যেই জেলা সভাপতি ও তৃণমূল কংগ্রেস ছাড়েন জিতেন্দ্র তিওয়ারি। নাটকীয়ভাবে 24 ঘণ্টার মধ্যেই দলীয় নেতা অরূপ বিশ্বাসের মধ্যস্থতায় দলে ফেরেন জিতেন্দ্র তিওয়ারি। দলে ফিরলেও তাঁকে আর জেলা সভাপতির পদে ফেরানো হয়নি। দেওয়া হয়নি অন্য কোনও পদও। রাজনৈতিক মহলে নানান জল্পনাও তৈরি হয়েছিল জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে। কিন্তু তিনি স্পষ্ট জানিয়েছিলেন, দিদির সঙ্গে ছিলাম, দিদির সঙ্গেই থাকব।


এবার জিতেন্দ্র তিওয়ারিকে সর্বভারতীয় মুখপাত্র পদে বসাল তৃণমূল কংগ্রেস। হিন্দি ভাষায় তুখোড় বক্তা জিতেন্দ্রকে ইতিমধ্যেই বিভিন্ন সর্বভারতীয় টিভি চ্যানেলে ডিবেটে অংশ নিতে দেখা গেছে। এবার দলের তরফে অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে, জিতেন্দ্র তিওয়ারিই আগামী দিনে সর্বভারতীয় স্তরে বিভিন্ন টিভি চ্যানেলে দলের প্রতিনিধিত্ব করবেন।

ABOUT THE AUTHOR

...view details