পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

স্ত্রী, কন্যাকে নিয়ে দুস্থদের পাশে দাঁড়ালেন আসানসোলের মেয়র - জিতেন্দ্র তিওয়ারি

গতকাল পরিবার নিয়ে আসানসোলের ডামরা অঞ্চলের 130 জন গরিব মানুষের হাতে ত্রাণ তুলে দিলেন আসালসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি ।

ছবি
ছবি

By

Published : Apr 27, 2020, 8:24 AM IST

আসানসোল, 27 এপ্রিল : লকডাউনের কারণে কাজ হারিয়েছেন অনেক মানুষ । বর্তমানে তাঁরা আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন । অনেকেরই খাবার জুটছে না । এই পরিস্থিতিতে স্ত্রী ও কন্যাকে নিয়ে ব্যক্তিগতভাবে দুস্থদের পাশে দাঁড়ালেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি । গতকাল সন্ধেয় আসানসোলের ডামরা অঞ্চলে 130 জন দুস্থর হাতে খাদ্যসামগ্রী তুলে দেন তিনি ও তাঁর পরিবার।


লকডাউনের কারণে গরিব মানুষদের সাহায্য করার ছবি সামনে আসছে বিভিন্ন জায়গা থেকে । রাজনৈতিক ও সমাজসেবী সংগঠনগুলি নিজেদের মতো করে সাহায্য করছে দুস্থ মানুষদের । এবার ব্যক্তিগতভাবে সাহায্য করতে দেখা গেল মেয়র জিতেন্দ্র তিওয়ারিকে । গতকাল সন্ধেয় আসানসোলের ডামরা অঞ্চলে তিনি যান । সঙ্গে ছিলেন স্ত্রী চৈতালি তিওয়ারি এবং কন্যা পল্লবী । এলাকার 130 জন দুস্থ মানুষের হাতে খাদ্যদ্রব্য তুলে দেওয়া হয় ।

এই বিষয়ে মেয়র জানিয়েছেন, আগামীদিনে তিনি সাধ্যমতো মানুষের পাশে থাকার চেষ্টা করবেন । এর পাশাপাশি তিনি সকলের কাছে আবেদন করেন, কোরোনা রুখতে এই সময় যেন সবাই নিজের বাড়িতে থাকেন । তাহলেই এই যুদ্ধে জয় পাওয়া সম্ভব ।

ABOUT THE AUTHOR

...view details