সালানপুর (আসানসোল), 5 জুলাই: আসানসোল এলাকায় পঞ্চায়েত নির্বাচনের প্রচারে, তৃণমূলের বিরুদ্ধে কোনও হাতিয়ারই কি নেই বিরোধীদের ? কংগ্রেস হোক বা বিজেপি, বিরোধী নেতাদের বক্তব্য শুনলে এমনটাই মনে হওয়া স্বাভাবিক ৷ আসানসোলের সালানপুর এলাকায় শাসকদলের মন্ত্রী মলয় ঘটককে বঞ্চিত করার অভিযোগ করছে কিনা বিজেপি ৷ আর সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাঠিতে ৷ এমনই কথা শোনা গেল বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির ভাষণে ৷ আর সেই কারণেই নাকি, সালানপুরের রূপনারায়ণপুরে অভিষেকের রোড শো-তে মলয় ঘটক আসতে পারেননি বলে দাবি জিতেন্দ্রর ৷
উল্লেখ্য, পশ্চিম বর্ধমানে তৃণমূলের সাংগঠনিক শক্তির অধিকাংশটাই মলয় ঘটক দ্বারা নিয়ন্ত্রিত ৷ কিন্তু, এই পঞ্চায়েত নির্বাচনে সেই দাপুটে নেতার কোনও দেখা নেই ৷ বরং বাইরে থেকে নেতা-মন্ত্রীরা এসে প্রচার করে যাচ্ছেন আসানসোলের বিভিন্ন এলাকায় ৷ যা নিয়ে কংগ্রেসের কৌস্তভ বাগচীকেও বলতে শোনা গিয়েছে যে, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাঠি নাড়াতেই বারবার মলয় ঘটকে ডাকছে ইডি ৷’’ সমগ্র সালানপুরে বিরোধীদের মুখে মলয় ঘটকের প্রশংসার রব ৷ আর যার জেরে কার্যত ধন্দে জেলার রাজনৈতিকমহল ৷