পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

vaccination centers : কলকাতা 212, আসানসোল 15; টিকাকরণ কেন্দ্র নিয়ে কটাক্ষ জিতেন্দ্র-র

আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি আসানসোল পৌরনিগমের প্রশাসনিক বোর্ডকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন ৷ তিনি বলেন, "কলকাতায় যেখানে 144 টি ওয়ার্ডের 212 টি ভ্যাকসিন সেন্টার রয়েছে সেখানে আসানসোলে 106 টিতে মাত্র 15 টি ৷ মানুষ কি নেতা-মন্ত্রীদের ছবি দেখে প্রণাম করে সুস্থ থাকবে?" এছাড়াও তিনি বলেন, পৌরপ্রশাসকের শুধু ঠান্ডা ঘরে বসে না থেকে ভ্যাকসিন সেন্টারে গিয়ে মানুষ ভ্যাকসিন পাচ্ছে কিনা সে বিষয়ে তদারকি করা উচিত ৷

By

Published : Aug 5, 2021, 9:59 AM IST

জিতেন্দ্র তিওয়ারি
জিতেন্দ্র তিওয়ারি

আসানসোল, 5 অগস্ট : "শহরজুড়ে নেতা-নেত্রীদের ছবি দিয়ে হোডিং। ভ্যাকসিনে নাকি আমরাই এগিয়ে। অথচ আসল চিত্র একেবারেই উল্টো। কলকাতায় যেখানে 144 টি ওয়ার্ডের 212 টি টিকাকরণ কেন্দ্র রয়েছে সেখানে আসানসোলে 106 টি ওয়ার্ডে বড়জোর 15 টি। মানুষ কি নেতা-মন্ত্রীদের ছবি দেখে প্রণাম করে সুস্থ থাকবে?" ভ্যাকসিন নিয়ে এমনই তীব্র ভাষায় আসানসোল পৌরনিগমের প্রশাসনিক বোর্ডকে কটাক্ষ করলেন আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি ৷

তিনি দাবি করেছেন, প্রতিটি ওয়ার্ডে একটি করে ভ্যাকসিন সেন্টার করতে হবে। ইতিমধ্যেই জেলাশাসক থেকে শুরু করে প্রশাসনিক স্তরের সমস্ত দফতরে চিঠি দিয়েছেন জিতেন্দ্র তিওয়ারি।

বুধবার তিনি দাবি করেন, "পৌর প্রশাসক যারা হয়েছেন তারা ঠান্ডা ঘরে বসে থাকছেন। ঠান্ডা গাড়ি নিয়ে ঘুরছেন, আমার সেই বিষয়ে কোনো আপত্তি নেই।" তিনি আরও জানান, পৌরনিগমের তো বর্তমানে কোনও কাজ নেই। গত ছয় থেকে আট মাসে কোনও কাজ করেছেন বলে তাঁরা উদাহরণ দিতে পারবেন না ৷

আরও পড়ুন : House Collapsed : অণ্ডালে অনবরত বৃষ্টির জেরে ভেঙে পড়ল ইসিএলের পরিত্যক্ত বাড়ি

"তাহলে কেন শুধু শুধু পৌরনিগমের কর্তারা বসে আছেন। তারা অন্ততপক্ষে ভ্যাকসিন সেন্টারগুলিতে গিয়ে তদারকি করুক, যে মানুষ ভ্যাকসিন পাচ্ছে কিনা৷" আগামী দিনে যদি মানুষকে ভ্যাকসিন দেওয়ার কাজে গতি না আসে, তাহলে সেক্ষেত্রে বড়োসড়ো আন্দোলনের পথে হাঁটবে বিজেপি। এমনই জানিয়েছেন জিতেন্দ্র তিওয়ারি।

পৌরনিগমের প্রশাসনিক বোর্ডকে তীব্র ভাষায় কটাক্ষ জিতেন্দ্র তিওয়ারির

তাঁর দাবি, এখনও পর্যন্ত পৌরনিগমের পৌরকর্মী যাঁরা পানীয় জল বিভাগে, সাফাই বিভাগে কাজ করেন কিংবা স্বাস্থ্য কর্মী হিসেবে কাজ করেন তাঁদেরই দুটি ডোজ ভ্যাকসিন দেওয়া হয়নি।

ABOUT THE AUTHOR

...view details