আসানসোল, 5 অগস্ট : "শহরজুড়ে নেতা-নেত্রীদের ছবি দিয়ে হোডিং। ভ্যাকসিনে নাকি আমরাই এগিয়ে। অথচ আসল চিত্র একেবারেই উল্টো। কলকাতায় যেখানে 144 টি ওয়ার্ডের 212 টি টিকাকরণ কেন্দ্র রয়েছে সেখানে আসানসোলে 106 টি ওয়ার্ডে বড়জোর 15 টি। মানুষ কি নেতা-মন্ত্রীদের ছবি দেখে প্রণাম করে সুস্থ থাকবে?" ভ্যাকসিন নিয়ে এমনই তীব্র ভাষায় আসানসোল পৌরনিগমের প্রশাসনিক বোর্ডকে কটাক্ষ করলেন আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি ৷
তিনি দাবি করেছেন, প্রতিটি ওয়ার্ডে একটি করে ভ্যাকসিন সেন্টার করতে হবে। ইতিমধ্যেই জেলাশাসক থেকে শুরু করে প্রশাসনিক স্তরের সমস্ত দফতরে চিঠি দিয়েছেন জিতেন্দ্র তিওয়ারি।
বুধবার তিনি দাবি করেন, "পৌর প্রশাসক যারা হয়েছেন তারা ঠান্ডা ঘরে বসে থাকছেন। ঠান্ডা গাড়ি নিয়ে ঘুরছেন, আমার সেই বিষয়ে কোনো আপত্তি নেই।" তিনি আরও জানান, পৌরনিগমের তো বর্তমানে কোনও কাজ নেই। গত ছয় থেকে আট মাসে কোনও কাজ করেছেন বলে তাঁরা উদাহরণ দিতে পারবেন না ৷