পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Jitendra Tiwari: সুপ্রিম কোর্টের রায়কে হাতিয়ার করে ফের জামিনের আবেদন জিতেন্দ্রর

আসানসোলে কম্বল বিতরণে পদপিষ্টের ঘটনায় 17 মার্চ দিল্লি থেকে গ্রেফতার হন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ৷ মঙ্গলবার তাঁর জামিনের আবেদন করেন আইনজীবী (Jitendra Tiwari) ৷ 23 তারিখ সম্ভবত এই মামলার শুনানি হবে ৷

ETV Bharat
জিতেন্দ্র তিওয়ারি

By

Published : Mar 21, 2023, 9:17 PM IST

ফের জামিনের আবেদন জিতেন্দ্র তিওয়ারির

আসানসোল, 21 মার্চ: জিতেন্দ্র তিওয়ারির জামিনের আবেদন করা হল আসানসোল সিজিএম আদালতে । কম্বলকাণ্ডে ইতিমধ্যেই রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি । গ্রেফতারির আশঙ্কায় তিনি সুপ্রিম কোর্টে আগাম জামিনের জন্য আবেদন জানিয়ে রেখেছিলেন । গত 20 মার্চ সেই মামলার শুনানি ছিল । কিন্তু তার আগেই 17 মার্চ জিতেন্দ্র তিওয়ারিকে গ্রেফতার করে আসানসোল উত্তর থানার পুলিশ (Jitendra Tiwari arrested) ।

দিল্লি থেকে তাঁকে গ্রেফতার করা হয় । বর্তমানে 8 দিনের পুলিশ হেফাজতে রয়েছেন এই বিজেপি নেতা । অন্যদিকে গত 20 মার্চের শুনানিতে জিতেন্দ্র'র দুই সঙ্গীকে রক্ষাকবচ দিয়েছে সুপ্রিম কোর্ট । সেই রায়কে সামনে রেখেই মঙ্গলবার ফের জিতেন্দ্র তিওয়ারির জামিনের আবেদন করা হল (Jitendra Tiwari bail plea) ৷

উল্লেখ্য, গত 14 ডিসেম্বর আসানসোল পৌরনিগমের 27 নম্বর ওয়ার্ডের অন্তর্গত রামকৃষ্ণ ডাঙাল এলাকায় একটি কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । সেই অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে এক কিশোরী-সহ তিন জনের মৃত্যু হয় । সেই ঘটনায় মৃত এক মহিলা ঝালি বাউরির ছেলে সুখেন বাউরি জিতেন্দ্র তিওয়ারি, চৈতালী তিওয়ারি-সহ মোট 18 জনের নামে অভিযোগ দায়ের করেছিলেন ৷ এর মধ্যে কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ ৷ পরে তাঁরা কলকাতা হাইকোর্টের রায় জামিন পান ৷

এরপর হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন জিতেন্দ্র তিওয়ারি, চৈতালি তিওয়ারি ৷ তবে সেখানে তাঁদের অগ্রিম জামিনের আবেদন নাকচ হয় ৷ এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন জিতেন্দ্র তিওয়ারি, বিজেপি কাউন্সিলর গৌরব গুপ্ত এবং বিজেপি কর্মী তেজপ্রতাপ সিং ৷ এর পরেই দিল্লি চলে যান জিতেন্দ্র তিওয়ারি ৷ 20 মার্চ সুপ্রিম কোর্টে ছিল ওই মামলার শুনানি ৷

ওইদিন মামলার শুনানিতে গৌরব গুপ্ত এবং তেজ প্রতাপ সিংকে সুপ্রিম কোর্ট 14 দিনের রক্ষাকবচ দিয়েছে শীর্ষ আদালত । আগামী 14 দিন তাদের গ্রেফতার করা যাবে না বলেও জানিয়েছে সুপ্রিম কোর্ট । আর এই রায়কে সামনে রেখেই আসানসোল আদালতে ফের জিতেন্দ্র তিওয়ারির জন্য জামিনের আবেদন করলেন তারা আইনজীবী শেখর কুন্ডু ।

আরও পুলিশ: 'বগটুই গণহত্যার বর্ষপূর্তিতে মুখ্যমন্ত্রী পুরী বেড়াতে গেলেন' ! আক্রমণ শুভেন্দুর

শেখর কুন্ডু জানিয়েছেন,"রাজ্য সরকার ভালো করেই বুঝেছিলেন যে 20 মার্চ যদি সুপ্রিম কোর্টে শুনানি হয় তাহলে জিতেন্দ্র তিওয়ারি জামিন পেয়ে যাবেন । আর সেই কারণেই তড়িঘড়ি হিড়হিড় করে দেশদ্রোহী, অপরাধীর মত গ্রেফতার করে নিয়ে আসা হয় তাঁকে ৷" অন্যদিকে সরকার পক্ষের আইনজীবী সোমনাথ চট্টরাজ জানান, রাজ্যের তরফে জিতেন্দ্রর জামিনের বিরোধিতা করা হবে ৷ আগামী 23 তারিখ সম্ভবত এই মামলার শুনানি হবে ৷

ABOUT THE AUTHOR

...view details