পাণ্ডবেশ্বর, 6 এপ্রিল : "29 তারিখ মে বাবুল কো দিখা দেনা হ্যায় কে আসলি মর্দ কা বাচ্চা কউন হ্যায় (29 তারিখ বাবুলকে দেখাতে হবে আসল পুরুষ কে)।" গতকাল বাবুলকে আক্রমণ করে একথা বললেন জিতেন্দ্র তিওয়ারি। তাঁকে কটাক্ষ করে কিছুদিন আগে বাবুল বলেছিলেন, "মর্দ কা বাচ্চা নেহি হ্যায়।" সেই বক্তব্যেরই পালটা দেন জিতেন্দ্র।
বাবুলকে ছাড়ব না, দেখাব আসল পুরুষ কে : জিতেন্দ্র - babul suprio
মুনমুন সেনের হয়ে প্রচারে গিয়ে বাবুল সুপ্রিয়কে পালটা আক্রমণ করলেন জিতেন্দ্র তিওয়ারি। ভোটের দিন বাবুলের অপমানের জবাব দেবেন বলেও হুঁশিয়ারি দেন।
এবিষয়ে গতকাল একটি সভায় জিতেন্দ্র বলেন, "কয়েক মাস আগে বাবুল সুপ্রিয় আমাকে আক্রমণ করে বলেছিলেন, জিতেন্দ্র তিওয়ারি মর্দ কা বাচ্চা নেহি হ্যায়। এই অপমান শুধু আমার একার নয়, আপনারা যারা আমাকে নির্বাচিত করেছিলেন অপমান তাঁদেরও।" এরপরই বাবুলকে আক্রমণ করে তিনি বলেন, "যারা বাবুল সুপ্রিয়র ঝান্ডা নিয়ে ঘুরছে তাদের বলব জুয়া, সাট্টা এগুলো বাবুলের ঘরে গিয়েই খেলুন। এখানে এসব চলবে না।"
মুনমুন সেনের হয়ে গতকাল প্রচারে বেরোন জিতেন্দ্র। বাবুলের এই মন্তব্যের পর রাজ্যে গণতন্ত্র বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি। তারপরই বলেন, "আমাদের এখানে যেসব নেতারা আছে তাদের বলছি একসাথে কাজ করুন। এক ইঞ্চিও জায়গা ছাড়া যাবে না। কারণ এটা শুধুমাত্র নির্বাচন নয়, এটা আমার অপমানেরও বদলা। এখানে কেউ অশান্তি ছড়ানোর চেষ্টা করলে আমরা তাদের ছাড়ব না, ছাড়ব না বাবুলকেও। উনি মাফিয়াদের নিয়ে যদি এখানে অশান্তি ছড়ানোর চেষ্টা করেন, তাহলে কাউকে ছাড়া হবে না।"