আসানসোল, 24 জুন : গত 14 দিন ধরে গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে নিজেদের হেফাজতে রেখে জেরা করে হিসাব বহির্ভূত সম্পত্তির প্রমাণ কিংবা তথ্য কোনওটাই তেমনভাবে জোগাড় করতে পারেনি সিবিআই (CBI interrogation Anubrata Mandal Bodyguard Saigal Hossain) । শুক্রবার সায়গল হোসেনকে আসানসোল সিবিআই বিশেষ আদালতে তোলা হলে তাকে 14 দিনের জেল হেফাজতেই পাঠালেন বিচারক রাজেশ চক্রবর্তী । তবে প্রয়োজনে জেলেও সিবিআই সায়গলকে জেরা করতে পারবে ।
গত 9 জুন গরু পাচার মামলায় গ্রেফতার হয়েছিল সায়গল হোসেন । তাকে 10 জুন আসানসোল সিবিআই আদালতে তোলা হলে 7 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারক । 7 দিন পর 17 জুন তাকে ফের আদালতে তোলা হয় । সেদিন একটি ইলেকট্রিক বিল ছাড়া কিছুই কোর্টে দাখিল করতে পারেনি সিবিআই । অথচ দাবি করা হয় সায়গল হোসেনের হিসাব বহির্ভূত কোটি কোটি টাকার সম্পত্তি আছে । 17 জুনও সায়গলকে আরও 7 দিনের সিবিআই হেফাজতে পাঠান বিচারক । শুক্রবার সেই হেফাজত শেষে ফের সায়গলকে কোর্টে তোলা হয় ।
সায়গল হোসেনের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা জানান, কিছু সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে সায়গল হোসেনের 100 কোটি টাকার সম্পত্তি নাকি রয়েছে । সিবিআই এর তরফেও এমন দাবি কিন্তু করা হয়নি । এই 14 দিন ধরে সিবিআই হেফাজতের পর আমরা আদালতের কাছে বারবার নিশ্চিত হই যে ওনার কাছে একটি ইলেকট্রিকের বিল ছাড়া আর কিছুই পাওয়া যায়নি । অন্যদিকে তাকে গ্রেফতারের আগে যে সম্পত্তির খতিয়ান সিবিআই দিয়েছিল সেই সম্পত্তির উৎস এবং ন্যায্যতা আমরা কোর্টে জমা করেছি । সিবিআই যে দাবি করেছিল যে সায়গল হোসেনের এই সম্পত্তির সঙ্গে এনামূল হোসেন কিংবা গরুপাচার কর্মকাণ্ডের একটা যোগ আছে তা সব মিথ্যা । এর সঙ্গে কোনওরকমভাবে সায়গল হোসেনের সম্পত্তির যোগ নেই ।
আরও পড়ুন :অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের বোলপুরের ফ্ল্যাটে সিবিআই হানা, উদ্ধার নথি