জামুড়িয়া , 20 ফেব্রুয়ারি : জামুড়িয়ায় ট্রাক দুর্ঘটনা । কয়লা বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মিষ্টির দোকানে ঢুকে পড়ে । জামুড়িয়া দু'নম্বর জাতীয় সড়কের বোগড়া মোড়ের ঘটনা ।
নিয়ন্ত্রণ হারিয়ে মিষ্টির দোকানে কয়লা বোঝাই ট্রাক - Jamuria truck accident
আজ ভোরবেলা জামুড়িয়ার দু'নম্বর জাতীয় সড়কের বোগড়া মোড়ে একটি কয়লা বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মিষ্টির দোকানে ঢুকে পড়ে । ঘটনায় আহত ট্রাকচালক ও খালাসি । মনে করা হচ্ছে , ট্রাক চালকের চোখ লেগে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে ।
আজ ভোরবেলা কয়লা বোঝাই একটি ট্রাক হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে মিষ্টির দোকানে ঢুকে পড়ে । সেই সময় দোকানে লোকজন ছিল । অল্পের জন্য তারা রক্ষা পান । ঘটনায় ট্রাকচালক ও খালাসি আহত হন । তাদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । পরে ক্রেনের সাহায্যে ওই ট্রাকটিকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয় ।
অনুমান ,ট্রাক চালক ঘুমিয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মিষ্টির দোকানে ঢুকে পড়ে । দুর্ঘটনার জেরে স্থানীয়রা কিছুক্ষণ জাতীয় সড়ক অবরোধ করে ।