পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জট কাটল বটলিং প্ল্যান্টে, কাজে বহাল নিরাপত্তাকর্মীরা

IOCL-এর নতুন নির্দেশিকা অনুযায়ী নিরাপত্তার দায়িত্বে রাখতে হবে অবসরপ্রাপ্ত সেনা কর্মীদের ৷ ফলে পুরোনো 34 জন বেসরকারি নিরাপত্তা কর্মীকে কাজ থেকে ছাঁটাই করা হয় ৷ এরপরেই চারদিন ধরে বন্ধ ছিল কারখানা ৷ অবশেষে জট কাটল ৷ পুরোনো কর্মীদের কাজে বহাল করার সিদ্ধান্ত নিল কারখানা কর্তৃপক্ষ ৷

IOCL
দুর্গাপুরে ইন্ডিয়ান অয়েল বটলিং প্লান্ট

By

Published : Jan 5, 2020, 2:38 PM IST

Updated : Jan 5, 2020, 2:53 PM IST

দুর্গাপুর, 5 জানুয়ারি : অবশেষে জট কাটল দুর্গাপুরে ইন্ডিয়ান অয়েল বটলিং প্লান্টের ৷ চারদিন ধরে টালবাহানার পর আজ থেকে চালু হল কারখানার উৎপাদন ৷ যে নিরাপত্তাকর্মীদের ছাঁটাই করা হয়েছিল, তাঁদের ফের কাজে বহাল করার সিদ্ধান্ত নিল কারখানা কর্তৃপক্ষ ৷

1987 সালে দুর্গাপুরে তৈরি হয় ইন্ডিয়ান অয়েল বটলিং প্লান্ট । এই কারখানার নিরাপত্তার দায়িত্বে এতদিন ছিলেন 34 জন বেসরকারি নিরাপত্তা কর্মী ৷ কারখানার নিরাপত্তা বিষয়ক দিকগুলি তাঁরাই দেখভাল করেছেন দীর্ঘ প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে ৷

অবশেষে কাটল জট, আজ থেকে খুলছে ইন্ডিয়ান অয়েল বটলিং প্লান্ট

হঠাৎ করে 31শে ডিসেম্বর এই নিরাপত্তাকর্মীদের সরিয়ে দেওয়া হয় ৷ জানানো হয়, কারখানার নিরাপত্তার দায়িত্ব পালন করবেন অবসরপ্রাপ্ত সেনা কর্মীরা । এরপর 31 ডিসেম্বর রাত থেকেই ওই 34 জন নিরাপত্তাকর্মী পরিবার নিয়ে কারখানার গেটের সামনে বসে পড়েন ৷ 1 জানুয়ারি তালা ঝুলিয়ে দেওয়া হয় কারখানার গেটে ।

বেসরকারি ওই নিরাপত্তাকর্মীদের দাবি, তিন দশকেরও বেশি সময় ধরে কারখানা নিরাপত্তা দেখাশোনা করছেন তারা ৷ এই বয়সে বেকার হলে তাঁদের পরিবারের কী হবে?

অন্যদিকে কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, "ইন্ডিয়ান অয়েল-এর যে নতুন নির্দেশিকা তৈরি হয়েছে, তাতে নিরাপত্তা কর্মী হিসাবে অবসরপ্রাপ্ত সেনাকর্মীদেরকে নিয়োগ করতে হবে ।" INTTUC-র পশ্চিম বর্ধমান জেলা সভাপতি বিশ্বনাথ পাড়িয়াল এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কর্তারা আজ বৈঠক করেন কারখানা কর্তৃপক্ষের সঙ্গে । কিন্তু গতকাল পর্যন্ত কোনও জট কাটেনি ।

চার দিন ধরে বন্ধ ছিল কারখানা ৷ ফলে রাজ্যের যেসব জেলা ও ঝাড়খন্ড-বিহারের যেসব জায়গায় রান্নার গ্যাস এখান থেকে সরবরাহ করা হত, তা বন্ধ হয়ে যায় । অবশেষে কাটল জট । 34জন নিরাপত্তাকর্মীকে কারখানার একটি ইউনিটে আগামী 10 জানুয়ারি থেকে বহাল করার কথা জানাল কারখানা কর্তৃপক্ষ । পাশাপাশি অবসরপ্রাপ্ত সেনাকর্মীরাই নিরাপত্তার দায়িত্ব পালন করবেন বলেও জানিয়ে দেওয়া হয় কারখানার পক্ষ থেকে ।

Last Updated : Jan 5, 2020, 2:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details