দুর্গাপুর, 4 মার্চ : দুর্গাপুরের সিটি সেন্টারের গান্ধি মোড় থেকে পৌরসভা ভবন পর্যন্ত মিছিলের আয়োজন করে দুর্গাপুর ইস্পাত কারখানা ঠিকা শ্রমিক কংগ্রেস (INTTUC অনুমোদিত) । এই মিছিলে নেতৃত্ব দিতে দেখা গেল প্রভাত চট্টোপাধ্যায়কে ৷ হাজার হাজার ঠিকা কর্মীকে এই মিছিলে হাঁটতে দেখা গেল ৷
মুখ্যমন্ত্রী কয়েকদিন আগেই দুর্গাপুরে প্রশাসনিক বৈঠকে INTTUC-এর বর্ধমান জেলার প্রাক্তন সভাপতি প্রভাত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন । সর্বসমক্ষে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়ে বলেন , "এবার থেকে শ্রমিক সংগঠনের কাজ আর তোমায় দেখতে হবে না । " এরপর দুর্গাপুরের কংগ্রেস বিধায়ক বিশ্বনাথ পাড়িয়ালকে INTTUC-এর পশ্চিম বর্ধমান জেলার সভাপতি করা হয় ৷ এরপরেও বিশ্বনাথ পাড়িয়াল দুর্গাপুর ইস্পাত কারখানাসহ বেশ কিছু কারখানায় প্রভাত চট্টোপাধ্যায়ের যে কমিটি ছিল তা ভেঙে নতুন কমিটি তৈরি করতে পারেনি ৷ এর জেরেই বিশ্বনাথ পাড়িয়াল ও প্রভাত চট্টোপাধ্যায়ের অনুগামীদের মধ্যে লড়াই বাঁধে ৷ বেশ কয়েকবার উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় । অন্যদিকে, দুর্গাপুরে 2016-র বিধানসভা ও 2019-এর লোকসভায় শাসকদলের প্রার্থীরা পরাজিত হয় । দুর্গাপুরে দলের এই হারের জন্য INTTUC-এর গোষ্ঠীদ্বন্দ্ব একটা অন্যতম কারণ হয়ে ওঠে । এরপর সরকারি প্রশাসনিক বৈঠকেও মুখ্যমন্ত্রীকে প্রভাত চট্টোপাধ্যায়কে সতর্ক করতে শোনা যায় । এমনকি প্রভাত চট্টোপাধ্যায়কে শ্রমিক বিষয়ক কোনও ব্যাপারে হতক্ষেপ না করার নির্দেশ দেন দলনেত্রী । এরপর মাত্র দু'দিন আগে দলনেত্রী দলীয় কর্মীদের নির্দেশ দেন বুধবার দিল্লীতে হিংসার ঘটনার প্রতিবাদে ও CAA, NRC -র প্রতিরোধে কেন্দ্রের বিরুদ্ধে পথে নামতে ৷