পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Banglar Awas Yojona : বাড়ি পাচ্ছেন না প্রকৃত উপভোক্তারা, বর্ধমান পৌরসভার বিরুদ্ধে অভিযোগ তৃণমূল বিধায়কের - পৌরসভার বিরুদ্ধে অভিযোগ তৃণমূল বিধায়কের

খোকন দাসের অভিযোগ, বাংলা আবাস যোজনায় 2018 সালে তৎকালীন পুরবোর্ড 800টি বাড়ি তৈরি করার সিদ্ধান্ত নেয় । পরে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে থাকা পুরবোর্ড আরও 2100টি বাড়ি তৈরির অনুমতি দেয় । কিন্তু নতুন প্রশাসক মণ্ডলী সব প্রাক্তন কাউন্সিলরকে অন্ধকারে রেখে বাড়ি তৈরির তালিকা তৈরি করেছে ।

Banglar Awas Yojona
বাড়ি পাচ্ছে অযোগ্যরা, বর্ধমান পৌরসভার বিরুদ্ধে অভিযোগ তৃণমূল বিধায়কের

By

Published : Nov 11, 2021, 11:03 PM IST

বর্ধমান, 11 নভেম্বর : বাংলার আবাস যোজনায় প্রকৃত উপভোক্তারা বাড়ি পাচ্ছেন না ৷ বদলে বাড়ি পেয়ে যাচ্ছেন অন্যরা ৷ এই অভিযোগেই বর্ধমান পুরসভার ভূমিকা নিয়ে সরব হলেন বর্ধমান দক্ষিণ বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক খোকন দাস । যদিও বর্ধমান পুরসভার প্রশাসক তথা তৃণমূল নেতা প্রণব চট্টোপাধ্যায় জানিয়েছেন, যারা বাড়ি পাওয়ার যোগ্য তাদেরই বাড়ি দেওয়া হচ্ছে । এখানে কোনও বিতর্ক নেই । যারা এইসব বলছে তাঁরা বাচ্চা ছেলে, তাই না জেনে বলেছে ।

আরও পড়ুন :সংঘাতের ইতিহাস দীর্ঘ, রাজ্যপাল পদ কি সত্যিই বিলোপ করা উচিত ?

খোকন দাসের অভিযোগ, বাংলা আবাস যোজনায় 2018 সালে তৎকালীন পুরবোর্ড 800টি বাড়ি তৈরি করার সিদ্ধান্ত নেয় । পরে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে থাকা পুরবোর্ড আরও 2100টি বাড়ি তৈরির অনুমতি দেয় । কিন্তু নতুন প্রশাসক মণ্ডলী সব প্রাক্তন কাউন্সিলরকে অন্ধকারে রেখে বাড়ি তৈরির তালিকা তৈরি করেছে । সেই তালিকায় এমন অনেকের নাম নথিভুক্ত করা হয়েছে যাদের পাকা বাড়ি আছে । বিষয়টি নিয়ে জেলাশাসক বৈঠকও করেছেন ।

খোকন দাস বলেন, ‘‘এলাকার প্রাক্তন কাউন্সিলররা জানতেও পারছেন না তাঁর নিজের এলাকায় কার কার বাড়ি হচ্ছে । আমরা বলেছি সেই বাড়ির তালিকা দিলে দেখা যাবে কোন ওয়ার্ডে কটা বাড়ি হচ্ছে । সেখানে যাতে প্রকৃত গরিব মানুষ তাঁরা যেন বাড়ি পায় । আমরা বোর্ড মিটিংয়ে পাশ করেছিলাম যে কারও যদি কাগজপত্র নাও থাকে, শুধু ট্যাক্সের রসিদ থাকে তাদেরও বাড়ি করে দেওয়া হবে । এখন আমরা খবর পেয়েছি, যারা বস্তি এলাকায় বাস করে তাঁরা কাগজপত্র জমা দিলেও তাদের বাড়ি হচ্ছে না । অথচ যাদের দালান বাড়ি আছে তাঁরা বাড়ি পাচ্ছে । সেটা নিয়ে আমরা ডিএমের সঙ্গেও আলোচনা করেছি । গরিব মানুষকে বাদ দিয়ে যাতে বড় লোকেরা বাড়ি না পায়, সেটাই আমরা দেখতে বলেছি । কিন্তু পৌরসভা এত সততার সঙ্গে চলছে যে প্রাক্তন কাউন্সিলররাও জানতে পারে না তাঁর এলাকায় কার বাড়ি তৈরি হচ্ছে । আমরা দাবি করেছি, যাদের বাড়ি তৈরি হচ্ছে তাদের নামের তালিকা প্রকাশ করতে হবে ৷

বিধায়কের অভিযোগকে নস্যাৎ করে বর্ধমান পুরসভার প্রশাসক প্রণব চট্টোপাধ্যায় বলেন, ‘‘চারটে বাড়ি নিয়ে অভিযোগ জমা পড়েছিল । আমরা তদন্ত কমিটি গড়ে সেটা খতিয়ে দেখেছি । প্রত্যেকেই বাড়ি পাবে । যাদের পাকা বাড়ি আছে তারা বাড়ি পাবে না । এটা নিয়ে বিতর্কের কিছু নেই ।’’

ABOUT THE AUTHOR

...view details