পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Covid : শিক্ষকের সচেতনতায় ভয়কে জয় করলেন আদিবাসী মহিলারা, নিলেন ভ্যাকসিন - vaccine

এক শিক্ষকের সচেতনতায় ভ্যাকসিন সংক্রান্ত ভয় কাটিয়ে উঠলেন ওঁরা ৷ দীর্ঘদিনের কুসংস্কারকে দূরে সরিয়ে ভ্যাকসিন নিলেন জামুড়িয়ার জবা গ্রামের আদিবাসী মহিলারা ৷ কাজটা মোটেও সহজ ছিল না ৷ কীভাবে এই অসম্ভবকে সম্ভব করলেন সকলের প্রিয় 'রাস্তার মাস্টার' ?

ভ্যাকসিন
ভ্যাকসিন

By

Published : Jul 21, 2021, 8:35 PM IST

জামুড়িয়া, 21 জুলাই : চোখ রাঙাচ্ছে করোনার তৃতীয় ঢেউ । বিশেষজ্ঞদের মতে এই ঢেউয়ে আক্রান্ত হতে পারেন শিশু ও প্রসূতি মায়েরা । চারিদিকে যখন ভ্যাকসিন নিতে রাতভর লাইনে দাঁড়াচ্ছেন সাধারণ মানুষ, তখন শুধুমাত্র ভয়ে ভ্যাকসিন নেওয়া থেকে দূরে থাকতেন এখানকার মহিলারা ৷ আক্রান্ত হওয়ার চেয়েও ভয় পেতেন ভ্যাকসিন নেওয়াকে ৷ জামুড়িয়ার জবা গ্রামের পেশায় দিনমজুর আদিবাসী মহিলারা ভাবতেন ভ্যাকসিন নিলে যদি মৃত্যু হয় ৷

ভ্যাকসিন সংক্রান্ত এই ভয় দূর করতে এগিয়ে এলেন স্থানীয় জামুড়িয়া তিলকা মাঝি আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দীপনারায়ণ নায়েক ৷ কীভাবে এই অসম্ভবকে সম্ভব করলেন তিনি ?

নাম দীপনারায়ণ নায়েক হলেও এলাকায় তিনি 'রাস্তার মাস্টার' নামেই পরিচিত ৷ লকডাউনে স্কুল বন্ধ থাকায় গত দেড় বছর ধরে আদিবাসী পড়ুয়াদের নিয়ে পাড়ায় পাড়ায় ক্লাস করছেন দীপনারায়ণবাবু । এই উদ্যোগ নিয়ে পঠন-পাঠন করানোর জন্য ইতিমধ্যেই তিনি 'রাস্তার মাস্টার' নামে খ্যাতি পেয়েছেন । শুধু আদিবাসী পড়ুয়াদের জন্য নয়, দিনমজুর অভিভাবকদেরকেও পড়ানাের ব্যবস্থা করেন তিনি । পড়াশোনার পাশাপাশি সামাজিক বিষয়ে সচেতনতার কাজও চালিয়ে যান সকলের প্রিয় 'রাস্তার মাস্টার'।

ভয় কাটিয়ে ভ্যাকসিন নিলেন জামুড়িয়ার প্রত্যন্ত এলাকার আদিবাসী মহিলারা

সচেতনতার কাজ করতে গিয়েই দীপনারায়ণবাবু জানতে পারেন ভ্যাকসিন নিতে অনীহা রয়েছে জামুড়িয়ার আদিবাসী অধ্যুষিত জবা গ্রামের মহিলাদের । ভ্যাকসিন নিলে মৃত্যু হতে পারে এমন কুসংস্কারও রয়েছে বাসিন্দাদের মধ্যে । এরপরই ভ্যাকসিন নিয়ে ভয় দূর করার কাজে নেমে পড়েন তিনি ৷ প্রধানমন্ত্রী-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিদের ভ্যাকসিন নেওয়ার ভিডিয়ো ও নিজের ভ্যাকসিন সার্টিফিকেট দেখিয়ে তাঁদের সচেতন করেন 'রাস্তার মাস্টার' ।

আরও পড়ুন :9 মাস ধরে বন্ধ পরিশ্রুত পানীয় জল, প্রতিবাদে পথ অবরোধ দুর্গাপুরে

শেষমেষ ভ্যাকসিন নিতে রাজি হলেও এতজনকে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে দেখা দেয় অপ্রতুলতা । সেই সমস্যা সমাধান করতে স্বাস্থ্য বিভাগের সাহায্য নিয়ে অনলাইন শ্লট বুক করেন তিনি । নিখরচায় গ্রামবাসীদের জামুড়িয়া আখলপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য বাসের ব্যবস্থা করেন দীপনারায়ণবাবু । মহিলাদের উৎসাহিত করতে যার নাম দেন 'ভ্যাকসিন রথ' । সেই ভ্যাকসিন রথে চেপেই স্বাস্থ্য কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন মহিলারা ৷

ভ্যাকসিন নিতে স্বাস্থ্যকেন্দ্রের পথে মহিলারা

ভ্যাকসিন নেওয়ার পর ওই 100 জন আদিবাসী মহিলার হাতে তুলে দেন গিফট কুপনও । তাঁদের প্রিয় 'রাস্তার মাস্টার'-এর এই উদ্যোগে খুশি জামুড়িয়ার আদিবাসী গ্রামের মহিলারা । ভ্যাকসিন নিয়ে তাঁরা খুব খুশি ৷ ভয়কে জয় করে তাঁরাও সচেতনতার বার্তা দিচ্ছেন ৷ বলছেন "ফের আসব দ্বিতীয় ডোজ নিতে" ৷

এইভাবে আর্থিক ও সামাজিকভাবে পিছিয়ে পড়া গ্রামবাসীদের ধারাবাহিকভাবে ভ্যাকসিনের ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন 'রাস্তার মাস্টার' দীপনারায়ণ নায়েক ।

ABOUT THE AUTHOR

...view details