পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুজোর আগে জামুড়িয়ায় মন্দিরের তালা ভেঙে চুরি

মন্দিরের পুরোহিত জানিয়েছেন, দানপত্র থেকে নগদ 50 থেকে 60 হাজার টাকা খোয়া গেছে ৷ পাশাপাশি গোপালের রুপোর মুকুট, বাঁশি, কাঁসা-পিতলের বাসন নিয়ে পালিয়েছে চোরের দল ৷

তালা ভেঙে মন্দিরে চুরি
তালা ভেঙে মন্দিরে চুরি

By

Published : Oct 20, 2020, 4:19 PM IST

জামুড়িয়া, 20 অক্টোবর : পুজোর আগেই জামুড়িয়ার 11 নম্বর ওয়ার্ডের দুর্গা মন্দিরসহ একাধিক মন্দিরে চুরি ৷ খোয়া গেছে নগদ প্রায় 60 হাজার টাকাসহ কাঁসা, পিতলের একাধিক বাসনপত্র ৷

পুরোহিত মানিক রায় বলেন, "গতকাল রাত 9 টায় মন্দিরে তালা দিয়ে বাড়ি চলে গেছিলাম । আজ সকালে মন্দির খুলতে গিয়ে দেখতে পাই গেটের তালা ভাঙা । ভিতরে গিয়ে দেখি দুর্গা মন্দিরসহ একাধিক মন্দিরের তালা ভাঙা । রাধাকৃষ্ণ মন্দির থেকে গোপালের রুপোর মুকুট ও বাঁশি খুলে নিয়ে গেছে চোরের দল । প্রতিটি দানপত্র ভেঙে নগদ টাকা নিয়ে পালিয়েছে । এছাড়াও দুর্গার মন্দিরের পিতলের ঘট‌, বাসনপত্র নিয়ে গেছে ৷ অনুমান নগদ 50 থেকে 60 হাজার টাকা নিয়ে পালিয়েছে চোরের দল ।" মানিকবাবু বিষয়টি মন্দির কমিটিকে জানান ৷ পরে মন্দির কমিটির তরফে জামুরিয়া থানায় খবর দেওয়া হয় ৷ পুলিশ ঘটনাস্থানে পৌঁছায় ৷

তালা ভেঙে মন্দিরে চুরি

জানা গেছে এর আগেও ওই মন্দিরে চুরির ঘটনা ঘটেছিল । 2 বছর আগে দুর্গাপুজোর সময় মা দুর্গার সোনার টিকলি চুরি গেছিল । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জামুরিয়া থানার পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details