আসানসোল , 7 এপ্রিল : লকডাউনের সময় জমায়েত করে বিক্ষোভে শামিল হল গ্রেট ইস্টার্ন এনার্জি কর্পোরেশন লিমিটেড বা GEECL এর শ্রমিকেরা । GEECL- এর কয়েকজন শ্রমিককে কাজ থেকে বঞ্চিত করা হচ্ছে ৷ এমনই দাবি করে করে আজ হিরাপুরের কালাঝরিয়া এলাকায় GEECL কারখানাতে বিক্ষোভ দেখায় তারা । কোরোনা সংক্রমণ রুখতে যখন জমায়েত এড়াতে বলছে , তখন এইভাবে জমায়েত করে শ্রমিক বিক্ষোভের জেরে কোরোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা আরও বাড়ছে । কিন্তু শ্রমিকদের দাবি , আর কোনও উপায় ছিল না ।
লকডাউনে জমায়েত করে শ্রমিক বিক্ষোভ GEECL-এ - আসানসোল
লকডাউনের মধ্যে জমায়েত করে শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটল আসানসোলের GEECL-এর কারখানায় ৷ এর আগেও এখানে কাজ থেকে বরখাস্ত করার জন্য শ্রমিক আন্দোলন হয়েছিল ৷ আর এবার অন্য দাবি নিয়ে আবার কারখানার শ্রমিকেরা আন্দোলনে নামল । কারখানা দামোদর নদের তীরে অবস্থিত হওয়ায় নদীর দুটি দিককে আলাদা আলাদা জ়োন হিসেবে ভাগ করা হয়েছে । নদীর এপারের শ্রমিকদের দাবি , ওই পার থেকে শ্রমিকদের নিয়ে এসে এই পারে কাজ করানো হচ্ছে । আর এই পারের শ্রমিকদের অহেতুক বিনা বেতনে বসিয়ে রাখছে কর্তৃপক্ষ ।
দামোদরের পারে কোল বেড মিথেন গ্যাস উত্তোলনকারী সংস্থা GEECL ৷ এই সংস্থা নিয়ে দীর্ঘদিনের শ্রমিক বিক্ষোভের কথা শোনা যায় । এর আগে 29 জন শ্রমিককে কাজ থেকে বরখাস্ত করা নিয়ে আন্দোলনে উত্তাল হয়েছিল আসানসোল । বিষয়টি মুখ্যমন্ত্রী পর্যন্ত গিয়েছিল । তিনি নিজে এই সমস্যার সমাধান চেয়ে রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে নির্দেশ দিয়েছিলেন । কিন্তু সমস্যা আজও মেটেনি । 29 জন শ্রমিক কম্পানির সুরক্ষা নীতি লঙ্ঘন করেছে বলেছে দাবি কর্তৃপক্ষের । তাই, তাদের আর কাজে পুনর্বহাল করা হয়নি ।
এবার অন্য দাবি নিয়ে আবার কারখানার শ্রমিকেরা আন্দোলনে নামল । কারখানা দামোদর নদের তীরে অবস্থিত হওয়ায় নদীর দুটি দিককে আলাদা আলাদা জ়োন হিসেবে ভাগ করা হয়েছে । দু'দিকেই চলে গ্যাস উত্তোলন । নদীর এপারের শ্রমিকদের দাবি , ওই পার থেকে শ্রমিকদের নিয়ে এসে এই পারে কাজ করানো হচ্ছে । আর এই পারের শ্রমিকদের অহেতুক বিনা বেতনে বসিয়ে রাখছে কর্তৃপক্ষ । আর সেই কারণেই শ্রমিকেরা আজ বিক্ষোভে সামিল হয় ।
বিক্ষোভকারী শ্রমিকদের দাবি , "আমরা ওপারে যাব না , ওপারের শ্রমিকদেরও এপারে আনা যাবে না । আমরা খেতে পাচ্ছি না । তাই এই লকডাউনের সময়েও আন্দোলনে শামিল হয়েছি । জানি কোরোনার সংক্রমণের ভয় আছে , তাও আমাদের এই আন্দোলন ছাড়া উপায় ছিল না ।" অন্যদিকে , শ্রমিকদের এই আন্দোলন নিয়ে কোনও মন্তব্য করতে রাজি নয় GEECL কর্তৃপক্ষ ।