পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রানিগঞ্জে পুকুরে মাছ ধরার সময় জালে পড়ল অজগর - Asansol

রানিগঞ্জে পুকুরে মাছ ধরতে গিয়েছিলেন এক ব্যক্তি । জালে আটকে পড়ে একটি অজগর সাপ । সেটিকে বন বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে ।

Aa
Aa

By

Published : Sep 25, 2020, 8:02 PM IST

রানিগঞ্জ, 25 সেপ্টেম্বর : রানিগঞ্জের নিমচা গ্রামের পুকুরে মাছ ধরার সময় জালে মধ্যে আটকে পড়ল অজগর সাপ । সাপটি প্রায় 10 ফুটের মতো লম্বা । নিমচা ফাঁড়ির পুলিশ ওই অজগর সাপটিকে উদ্ধার করে বন বিভাগের হাতে তুলে দেয় ।

স্থানীয় বাসিন্দা উত্তম মল্লিক বলেন, "আজ দুপুরে নিমচা গ্রামের পুকুরে মাছ ধরছিলাম । সেই সময় মাছ ধরার জালে 10 ফুটের মতো অজগর সাপটি আটকে পড়ে । এরপর সাপটিকে নিমচা ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেওয়া হয় ।"

এই প্রথম নয়, এর আগেও কয়েকবার অজগর সাপ উদ্ধার হয়েছে এই এলাকা থেকে । তবে এই অজগর সাপ খাবারের খোঁজে পুকুরে চলে আসে বলে অনুমান বন বিভাগের কর্মীদের । নিমচা গ্রামের পাশেই রয়েছে একটি বড় জলাশয় । চারিদিকে জঙ্গলে ভরতি । সেখান থেকে সম্ভবত সাপটি পুকুরে নামে বলে অনুমান ।

ABOUT THE AUTHOR

...view details