আসানসোল, 12 অক্টোবর : কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়ের আসানসোলের বাড়ি থেকে কিছু দূরেই একটি পরিবার অনাহারে দিন কাটাচ্ছে । পরিবারের তিন সদস্য সপ্তাহের অর্ধেক দিনই কিছু খেতে পান না ৷ এদিকে অর্থাভাবে কোনওরকম চিকিৎসাও হচ্ছে না তাঁদের । স্থানীয় কাউন্সিলর ওই পরিবারের সম্পর্কে জানলেও এখনও পর্যন্ত কিছুই করেননি বলে অভিযোগ ।
আসানসোল পৌরনিগমের 85 নম্বর ওয়ার্ডের অন্তর্গত মহিশিলা কলোনির শিমুলতলা এলাকার বাসিন্দা দীপক ভট্টাচার্য । তাঁর সঙ্গে তাঁর দিদি মিনতি ভট্টাচার্য এবং ভাইঝি অনিতা ভট্টাচার্য থাকেন । দীপকবাবু এবং মিনতিদেবী দু'জনেই অসুস্থ । অনিতা মানসিক ভারসাম্যহীন । কয়েকবছর আগে পর্যন্ত দীপকবাবু টিউশন পড়িয়ে সংসার চালাতেন । কিন্তু বর্তমানে শারীরিক কারণে আর কিছুই পারেন না । বাড়িটি দীপকবাবুর দাদার ৷ তাঁরা মারা যাওয়ার পর ভাইঝিকে দেখেন দীপকবাবু ও তাঁর দিদি ৷
পেটে ভাত নেই । প্রতিবেশী, আত্মীয়রা মাঝে মধ্যে কিছু না কিছু সাহায্য করেন, তাতে বেশিদিন চলে না ৷ দীপকবাবু কুণ্ঠা নিয়েই বলেন, সপ্তাহে রোজ খাবার জোটে না । তিন চারদিন অল্প করে খাবার জোটে । পুজোর সময় স্থানীয় একটি পুজো কমিটি ওই পরিবারের কথা জানতে পেরে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেয় । কিন্তু সে সহায়তা ক্ষণস্থায়ী । তাই পরিবারটি চাইছে তাদের জন্য কোনও স্থায়ী বন্দোবস্ত করা হোক ।