আসানসোল, 30 অক্টোবর: ETV ভারতের খবরের জেরে অবশেষে অন্ধকার থেকে আলোর পথে ফিরছেন আসানসোলের অসহায়, অসুস্থ শিল্পী দুর্গা রাণা । শনিবার থেকেই তার বাড়ি সংস্কারের কাজ শুরু হবে বলে জানিয়েছেন আসানসোল পৌরনিগমের প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান জিতেন্দ্র তিওয়ারি । শনিবার দুর্গা রাণার বাড়িতে ঘরোয়া গানের আসর বসিয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর বাড়ি সংস্কারের কাজ শুরু হবে।
ETV ভারতের খবরেই উঠে এসেছিল আসানসোলের "কিশোর কুমার" দুর্গা রাণার দুর্দশার কথা । একদিকে লকডাউনের কারণে অনুষ্ঠান বন্ধ অন্যদিকে পায়ে ফাইলেরিয়া সংক্রমণ হওয়ায় সিকিউরিটি গার্ডের কাজও করতে পারছেন না । ফলে একপ্রকার অসহায় হয়ে পড়েছিলেন তিনি ।
ছোটো অ্যাসবেস্টসের ভাঙা ঘরে থাকেন । বৃষ্টি হলেই গোটা ঘর ভেসে যায় । তাঁর এই দুর্দশার কথা জেনে আসানসোল পৌরনিগমের প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান জিতেন্দ্র তিওয়ারি কথা দিয়েছেন দুর্গা রানার বাড়িটি সংস্কার করে দেওয়া হবে । পাশাপাশি তাঁকে সবরকম ভাবে সহায়তা করা হবে ।