পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পেট্রল-ডিজেলের কালোবাজারি, গ্রেপ্তার 1 - 3 হাজার লিটার পেট্রোল, ডিজেল উদ্ধার

করোনা সংক্রমণের সংখ্যা এখনও নিয়ন্ত্রণে আসেনি ৷ তাই চলছে কড়া বিধিনিষেধ ৷ এই কঠিন পরিস্থিতিতেই কালোবাজারি শুরু করেছে অসাধু ব্যবসায়ীরা ৷ দুর্গাপুরে একাধিক ড্রাম ভর্তি পেট্রল-ডিজেল বিক্রি করছিল এক ব্যক্তি ৷ হাজারের বেশি লিটার জ্বালানি সমেত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷

একাধিক ড্রামে মজুত জ্বালানি
একাধিক ড্রামে মজুত জ্বালানি

By

Published : May 29, 2021, 11:16 AM IST

দুর্গাপুর, 29 মে : কঠিন পরিস্থিতির সুযোগ নিয়ে শুরু হয়েছে পেট্রল ডিজেলের কালোবাজারি ৷ ড্রাম ভর্তি এই জ্বালানি বেআইনি ভাবে বিক্রি করতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি ৷ ঘটনাটি লাউদোহা ফরিদপুর থানার অন্তর্গত নতুন ডাঙা বাজার এলাকার ৷ এখানে একটি দোকানে এই ভাবে পেট্রল ডিজেল বিক্রি করছিল মূলক চান্দ নামে ওই ব্যক্তি ।

আরও পড়ুন : জামিনের কাগজ হাতে পেয়েই কলকাতার জমা জল পরিদর্শনে সস্ত্রীক ফিরহাদ

জানা গিয়েছে, আইন বিরুদ্ধ ভাবে এই জ্বালানি মজুত রেখে ড্রামে করে বিক্রি করত ওই ব্যক্তি ৷ এই ঘটনার কথা গোপন সূত্রে জানতে পারে লাউদোহা ফরিদপুর থানার পুলিশ ৷ এরপর শুক্রবার রাতে মূলককে গ্রেপ্তার করে । একাধিক ড্রামে পেট্রল, ডিজেল মজুত রাখত ওই ব্যবসায়ী ।

রাতে পুলিশ অভিযান চালিয়ে প্রায় 3 হাজার লিটার পেট্রল এবং ডিজেল বাজেয়াপ্ত করেছে ৷ করোনা পরিস্থিতির জন্য চলছে লকডাউন ৷ এই সময় পেট্রল ডিজেল নিয়ে চলছিল কালোবাজারি, বেশি দামে বিক্রি করা হচ্ছিল । আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এ ধরনের বেআইনি কার্যকলাপ রুখতে সব রকম ভাবেই তৎপরতা নিয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details