দুর্গাপুর, 21 জুন :মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় রাজ্যপাট সামলানোর পর থেকেই নদী থেকে বেআইনিভাবে বালি তোলা নিয়ে এরাজ্যে বিতর্ক থেকেই গিয়েছে (Illegal Sand Smuggling) । মঙ্গলবার পশ্চিম বর্ধমান জেলার অণ্ডাল থানার মদনপুর এলাকায় অবৈধভাবে বালি তোলাকে কেন্দ্র করে বিক্ষোভ প্রদর্শন গ্রাম বাসিন্দাদের । দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দারা বিভিন্ন প্রশাসনিক দফতরে অভিযোগ জানিয়েছেন ।
নিয়মানুযায়ী বর্ষার সময় নদী থেকে বালি তোলা নিষিদ্ধ । কিন্তু কে কার কথা শোনে ? প্রশাসনের নিয়মকে তোয়াক্কা না-করেই অণ্ডালের মদনপুর এলাকায় সোমবার থেকেই দামোদর নদ থেকে যন্ত্র বসিয়ে বালি তোলা শুরু হয় বলে অভিযোগ গ্রামের বাসিন্দাদের । গ্রামের মানুষ মঙ্গলবার সকালেও বালি তোলা হচ্ছে বলে জানতে পারেন এবং অণ্ডালের বিডিও ও থানার অফিসার ইন-চার্জকে জানান ।
বেআইনি বালি উত্তোলন অণ্ডালে আরও পড়ুন : একযোগে বিধায়ক-পুলিশের অভিযান, গ্রেফতার বেআইনি মাটির কারবারি
কিন্তু ততক্ষণে বালি মাফিয়ারা তার আঁচ পেয়ে নদী ঘাট থেকে বালি তোলার যন্ত্র তুলে নিয়ে পালিয়ে যায় বলেও জানান গ্রামবাসীরা । গ্রামের বাসিন্দারা মঙ্গলবার সকাল থেকে নদীঘাটে গিয়ে বিক্ষোভ দেখান । তাঁদের একটা কথা, এই এলাকা থেকে অবৈধভাবে অবৈজ্ঞানিক উপায়ে বালি তুলতে দেবেন না । স্থানীয় বাসিন্দারা পরে অণ্ডালের সমষ্টি উন্নয়ন আধিকারিক ও থানার ভারপ্রাপ্ত ওসি-কে বিষয়টি জানালে তারা আশ্বাস দেন যে এই এলাকাতে বালি তুলতে দেবেন না । গ্রামের মানুষেরা আরও বলেন, "এই মদনপুরে যেখানে বালি তোলা হচ্ছিল সেখানে ওই গ্রামের বাসিন্দাদের শ্মশান ঘাট এবং একটি মন্দির রয়েছে । অবৈধভাবে বালি তোলার কারণে সেই মন্দির জলের তলায় তলিয়ে যেতে পারে বলেও আশঙ্কা ।"