পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বেআইনি গাছ কাটার অভিযোগ, নজরদারি বৃদ্ধিতে নির্দেশ - বেআইনি গাছ কাটার অভিযোগ

সোনাঝুরি গাছ কাটার অভিযোগ উঠল কাঁকসার শিবপুর ফরেস্টে৷ এই নিয়ে নজর বৃদ্ধি করার কথা জানিয়েছে বন দফতর ৷ গ্রামের বাসিন্দাদেরও উদ্যোগী হতে বলা হয়েছে ৷

বেআইনি গাছ কাটার অভিযোগ, নজরদারি বৃদ্ধিতে নির্দেশ
বেআইনি গাছ কাটার অভিযোগ, নজরদারি বৃদ্ধিতে নির্দেশ

By

Published : Jun 1, 2021, 7:00 PM IST

দুর্গাপুর, 1 জুন : পশ্চিম বর্ধমানের কাঁকসার শিবপুর ফরেস্টের অধীনে ফুলঝুরি এলাকায় বিদবিহার গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ জায়গার জঙ্গলে অবাধে চলছিল গাছ কাটা । এলাকাবাসীর একাংশের অভিযোগ, এলাকার এবং বহিরাগত দুষ্কৃতীরা জঙ্গল কেটে ফাঁকা করে দিচ্ছে ।

করোনা পরিস্থিতিতে অক্সিজেনের সংকট দেখা দিচ্ছে । সেই পরিস্থিতিতে দুষ্কৃতীরা গাছ কেটে সোনাঝুরির জঙ্গল সাফাই করে দিচ্ছে বলে অভিযোগ । যাতে বিপদের মুখে পড়তে হচ্ছে প্রকৃতিকে । সোমবার সকালে খবরের জেরে বন দফতর নিল কড়া পদক্ষেপ । বন দফতরের বর্ধমান ডিভিশনের মুচিপাড়া রেঞ্জের আধিকারিক তরুণ বন্দোপাধ্যায় এলাকায় ছুটে আসেন । ঘটনাস্থলে আসেন শিবপুরের বিট অফিসার-সহ বন দফতরের কর্মীরা ।

বেআইনি গাছ কাটার অভিযোগ, নজরদারি বৃদ্ধিতে নির্দেশ

তবে নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন । পঞ্চায়েত হোক বা বনদফতর, নিরাপত্তা কেন বাড়ানো হচ্ছে না প্রশ্ন তুলছেন এলাকাবাসীর একাংশ । যদিও মুচিপাড়া রেঞ্জের আধিকারিক তরুণ বন্দ্যোপাধ্যায় জানান, আরও কড়া আইনি ব্যবস্থা নেওয়া শুরু হবে এখন থেকে । এলাকাবাসীদেরও সচেতন করেন তিনি । ওই জঙ্গলের দায়িত্বে থাকা বনরক্ষা কমিটিকেও তৎপর থাকার কথা জানান তিনি ।

আরও পড়ুন :আগামী 24 ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে

বিদবিহার গ্রাম পঞ্চায়েত সদস্য বিনয় পাত্র জানান, পঞ্চায়েত এবং বনদফতর আড়াল হয়ে গেলে দুষ্কৃতীরা তাণ্ডব চালাচ্ছে এই জঙ্গলে এবং জঙ্গল কেটে ফাঁকা করে দিচ্ছে । বিদবিহার গ্রাম পঞ্চায়েত থেকে আরও নজরদারি বাড়ানো হবে বলেও তিনি দাবি করেন ।

ABOUT THE AUTHOR

...view details