আসানসোল, 21 জুন : আসানসোল পৌরনিগমের 92 নম্বর ওয়ার্ডের অন্তর্গত রানিগঞ্জ সাহেবপাড়া চুড়িপট্টি এলাকায় পুকুর ভরাট করে বহুতল নির্মাণের অভিযোগ উঠল (Filling Pond for Illegal Construction)। বিষয়টি নিয়ে সরব হয়েছেন বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারি । ঘটনার কথা সামনে আসতেই নোটিশ পাঠিয়েছে নির্মাণ বন্ধ করেছে আসানসোল পৌরনিগমের রানিগঞ্জ বরো অফিস । তবে প্রশ্ন উঠছে বিনা প্ল্যানে কীভাবে নির্মাণ দোতলা পর্যন্ত উঠে গেল ওই নির্মাণ ।
জানা গিয়েছে, রানিগঞ্জের সাহেবপাড়া এলাকায় একটি বহু প্রাচীন পুকুর রয়েছে এবং সেই পুকুরের গা-ঘেষেই একটি বহুতল নির্মাণ চলছে । ইতিমধ্যেই দোতলা পর্যন্ত ওই নির্মাণ হয়ে গিয়েছে । অভিযোগ উঠছে, পুকুরের বেশ কিছুটা অংশ ভরাট করে ওই নির্মাণ করা হচ্ছে । স্থানীয় বাসিন্দারা বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন । পাশাপাশি আসানসোল পৌরনিগমের বিজেপি কাউন্সিলর চৈতালি তেওয়ারিও এই বিষয়টি নিয়ে সরব হয়েছেন । চৈতালি তেওয়ারি জানিয়েছেন, অর্থবান মানুষরা দুর্নীতি করলে সবাই সে বিষয়ে চুপ থাকে ।