পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Illegal Coal Business: ইটভাটার আড়ালে রমরমিয়ে কয়লার অবৈধ কারবার শিল্পাঞ্চলে

জঙ্গল কাটা থেকে শুরু করে বেআইনি কয়লা পাচার সবই চলছে রমরমিয়ে ৷ একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোনও কাজ হয়নি ৷ অবৈধ ব্যবসার আখড়ায় পরিণত হয়েছে পাণ্ডবেশ্বর ৷

Etv Bharat
কয়লা পাচার রমরমিয়ে শিল্পাঞ্চলে

By

Published : Apr 9, 2023, 4:00 PM IST

আসানসোল, 9 এপ্রিল:এলাকায় জঙ্গল কাটা থেকে মাটি উত্তোলন কোনও কিছুই বাদ পড়ছে না । চাষের জমি থেকে বিপুল পরিমাণ মাটি কেটে তোলা হচ্ছে যথেচ্ছভাবে । আর তা ব্যবহার করা হচ্ছে ইট তৈরির কাজে । বনজঙ্গল কেটে সেই কাঠকে ব্যবহার করা হচ্ছে ইটভাটার জ্বালানি হিসেবে । অন্যদিকে আবার এই ইটভাটার আড়ালেই চলছে অবৈধ কয়লার ব্যবসা । পুলিশ প্রশাসন ঠিক যেন নীরব দর্শকের ভূমিকায় রয়েছে । শিল্পাঞ্চলে ফের নতুন করে কয়লার অবৈধ ব্যবসা মাথা চাড়া দিয়েছে ।

জামুড়িয়া বিধানসভা ও পাণ্ডবেশ্বর থানার শ্যামলা অঞ্চলের 36 গণ্ডা এলাকায় বেশ কিছু ইটভাটা রয়েছে । এই সমস্ত ইটভাটাগুলি দীর্ঘদিন ধরে চলছে । শুরুতে এই এলাকায় দু'একটি ইটভাটা থাকলেও বর্তমানে ব্যাঙের ছাতার মতো ইতিউতি গজিয়ে উঠেছে বহু ইটভাটা । পাণ্ডবেশ্বর থানা এলাকায় এভবেই মাফিয়ারা অবৈধভাবে বনজঙ্গল কেটে প্রায় শতাধিক ইটভাটা তৈরি করেছে । আর এই কাটা গাছগুলিকে ব্যবহার করছে ইট তৈরির জ্বালানি হিসেবে ৷ পুলিশ প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে রাতের অন্ধকারে অবৈধভাবে অজয় নদী থেকে অবাধে চলছে বালি চুরি ৷ নিমেষেই তা পৌঁছে যাচ্ছে ইটভাটায় ৷

আরও পড়ুন:দুর্গাপুরে রাজু ঝা-এর হোটেলে রবিবার দু’দফায় তল্লাশি বিশেষ তদন্তকারী দলের

এই প্রসঙ্গে বিজেপির ব্লক সভাপতি রমেশ ঘোষ বলেন, "বেআইনি বালি চুরি ও ইটভাটার আড়ালে অবৈধভাবে কয়লা ব্যবসা গড়ে ওঠা নিয়ে প্রশাসনকে বারবার অভিযোগ করলেও কাজের কাজ কিছুই হচ্ছে না ৷ দিনের আলোতেই ব্যাপক পরিমাণে অবৈধ কয়লা কারবার চলছে ইটভাটাগুলিতে । 36 গণ্ডা এলাকায় যে সমস্ত ইটভাটাগুলি রয়েছে সেইগুলির বেশিরভাগ জায়গা ইসিএলের । এছাড়াও পুকুর ভরাট করেও গড়ে উঠেছে ইটভাটা । কিন্তু সবকিছু জানার পরেও প্রশাসনরে কোনও হেলদোল নেই ৷"

আরও পড়ুন :মাফিয়া খুনের অতীত ইতিহাসের মতোই রাজু ঝা খুনেও কি জড়িত তাঁর কাছের লোক ?

ABOUT THE AUTHOR

...view details