আসানসোল, 9 এপ্রিল:এলাকায় জঙ্গল কাটা থেকে মাটি উত্তোলন কোনও কিছুই বাদ পড়ছে না । চাষের জমি থেকে বিপুল পরিমাণ মাটি কেটে তোলা হচ্ছে যথেচ্ছভাবে । আর তা ব্যবহার করা হচ্ছে ইট তৈরির কাজে । বনজঙ্গল কেটে সেই কাঠকে ব্যবহার করা হচ্ছে ইটভাটার জ্বালানি হিসেবে । অন্যদিকে আবার এই ইটভাটার আড়ালেই চলছে অবৈধ কয়লার ব্যবসা । পুলিশ প্রশাসন ঠিক যেন নীরব দর্শকের ভূমিকায় রয়েছে । শিল্পাঞ্চলে ফের নতুন করে কয়লার অবৈধ ব্যবসা মাথা চাড়া দিয়েছে ।
জামুড়িয়া বিধানসভা ও পাণ্ডবেশ্বর থানার শ্যামলা অঞ্চলের 36 গণ্ডা এলাকায় বেশ কিছু ইটভাটা রয়েছে । এই সমস্ত ইটভাটাগুলি দীর্ঘদিন ধরে চলছে । শুরুতে এই এলাকায় দু'একটি ইটভাটা থাকলেও বর্তমানে ব্যাঙের ছাতার মতো ইতিউতি গজিয়ে উঠেছে বহু ইটভাটা । পাণ্ডবেশ্বর থানা এলাকায় এভবেই মাফিয়ারা অবৈধভাবে বনজঙ্গল কেটে প্রায় শতাধিক ইটভাটা তৈরি করেছে । আর এই কাটা গাছগুলিকে ব্যবহার করছে ইট তৈরির জ্বালানি হিসেবে ৷ পুলিশ প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে রাতের অন্ধকারে অবৈধভাবে অজয় নদী থেকে অবাধে চলছে বালি চুরি ৷ নিমেষেই তা পৌঁছে যাচ্ছে ইটভাটায় ৷
আরও পড়ুন:দুর্গাপুরে রাজু ঝা-এর হোটেলে রবিবার দু’দফায় তল্লাশি বিশেষ তদন্তকারী দলের