পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দুর্গাপুরে বেআইনি অস্ত্র কারবারের পর্দা ফাঁস, কার্তুজ-সহ পুলিশের জালে 3

Illegal Arms Recovered: দুর্গাপুরে বেআইনি অস্ত্র কেনাবেচার অভিযোগে তিনজনকে গ্রেফতার করল পুলিশ ৷ উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ ৷ আগ্নেয়াস্ত্র কারবারের জাল কতদূর বিস্তৃত, তা জানতে ধৃতদের পুলিশি হেফাজতে নিতে চাইছে দুর্গাপুর থানার পুলিশ ।

Illegal Arms smuggling racket
বেআইনি অস্ত্র কেনাবেচা

By ETV Bharat Bangla Team

Published : Dec 2, 2023, 4:54 PM IST

দুর্গাপুরে বেআইনি অস্ত্র কারবারের পর্দা ফাঁস

দুর্গাপুর, 2 ডিসেম্বর: দুর্গাপুরে ভাড়া বাড়িতে থেকে বেআইনি অস্ত্র কারবারের পর্দা ফাঁস করল পুলিশ। আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড কার্তুজ-সহ পুলিশের হাতে গ্রেফতার 3 । ধৃতদের শনিবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়েছে।

জানা গিয়েছে, দুর্গাপুর থানার পলাশডিহা এলাকায় চলছিল এই বেআইনি অস্ত্রের কারবার। গত 30 নভেম্বর ওই এলাকাতেই ফরিদপুরের পঙ্কজ শর্মার সঙ্গে বিহারের দিলখুশ পাণ্ডের আগ্নেয়াস্ত্র কেনাবেচা নিয়ে কথা কাটাকাটি চলছিল। তখনই গোপন সূত্রে খবর পেয়ে দুর্গাপুর থানার ফরিদপুর ফাঁড়ির পুলিশ হানা দেয় সেখানে। বিহারের ওই যুবককে পুলিশ পাকড়াও করলেও আগ্নেয়াস্ত্র নিয়ে চম্পট দেয় ফরিদপুরের পঙ্কজ । এরপর পুলিশি তল্লাশিতে শুক্রবার রাতে ফরিদপুর থেকে আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড কার্তুজ-সহ পঙ্কজকেও গ্রেফতার করে পুলিশ । তাঁদের জিজ্ঞাসাবাদ করে পাপ্পু খান নামের আরও এক ব্যক্তির খোঁজ পায় পুলিশ। ওই ব্যক্তিকেও দুর্গাপুরের মায়াবাজার এলাকা থেকে পরে গ্রেফতার করা হয় ।

শনিবার পুলিশি হেফাজত চেয়ে ধৃতদের পাঠানো হয়েছে দুর্গাপুর মহকুমা আদালতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিলখুশ পাণ্ডে দুর্গাপুরের ফরিদপুরের একটি ভাড়াবাড়িতে থাকতেন। দুর্গাপুরের ফরিদপুরের পঙ্কজ শর্মার সঙ্গে বিহারের ওই যুবক আগ্নেয়াস্ত্র কেনাবেচা করতেন । ওই দুই যুবকের সঙ্গেই থাকতেন মায়াবাজারে পাপ্পু খান । পুলিশ তিনজনকে পাকড়াও করেছে ৷ এই আগ্নেয়াস্ত্র কারবারের জাল কতদূর ছড়িয়েছে, তা জানতে ধৃতদের পুলিশি হেফাজতে নিতে চাইছে দুর্গাপুর থানার পুলিশ।

আগ্নেয়াস্ত্র ও তিনরাউন্ড কার্তুজ উদ্ধার

প্রসঙ্গত, দুর্গাপুরে ভাড়া বাড়িতে থাকেন ভিন রাজ্যের বহু মানুষ ৷ যাদের নাম বিভিন্ন অপরাধমূলক কাজকর্মে জড়াচ্ছে। এর আগেও বহুবার এই একই ঘটনা ঘটেছে। বেশ কয়েকবছর আগে দুর্গাপুর থানা এলাকার নঈমনগর এলাকা থেকে বেআইনি অস্ত্রকারবারী পাখি মিঁয়া ধরা পড়েছিল । মাত্র কয়েকদিন আগে দুর্গাপুরের পলাশডিহাতে ভাড়া বাড়িতে এসে বিহারের যুবক খুন হওয়ার ঘটনা ঘটেছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে বারংবার আবেদন করা হয়েছিল, যাদেরকে বাড়ি ভাড়া দিচ্ছেন তাদের বিস্তারিত স্থানীয় থানায় অথবা ইনভেস্টিগেশন সেন্টারগুলিতে জানান । কিন্তু তারপরও টনক নড়েনি বাড়ি মালিকদের ।

এসিপি দুর্গাপুর তথাগত পাণ্ডে বলেন , "আমরা বাড়ির মালিকদের কাছে বহুবার আবেদন জানিয়েছি । অনেকে আমাদের কথা শুনেছেন আবার অনেকে আমাদের কথা পাত্তা দেননি । আবারও আমরা আবেদন করছি ভাড়া যাদেরকে দেওয়া হচ্ছে তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য স্থানীয় থানায় জানিয়ে রাখুন ।"

আরও পড়ুন:

  1. আসানসোলে ফের অস্ত্র কারখানার হদিশ, গ্রেফতার দুই
  2. মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই সালানপুরে বেআইনি অস্ত্র কারখানার হদিশ
  3. বিহারে অভিযান কলকাতা পুলিশের এসটিএফের, বেআইনি অস্ত্র কারখানায় ধৃত 5

ABOUT THE AUTHOR

...view details