পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আলিমুদ্দিনেও ঠাঁই মেলেনি, নিজের শিল্পঘরেই প্রয়াণ দিবসে জ্যোতিবাবুর প্রিয় মূর্তিতে মালা পরান স্রষ্টা - আসানসোল

Jyoti Basu Death Anniversary: আলিমুদ্দিনে ঠাঁই হয়নি ৷ জ্যোতিবাবুর প্রিয় মূর্তি ফিরে এসেছিল আসানসোলের শিল্পীর কাছেই ৷ জ্যোতি বসুর প্রয়াণ দিবসে সেই মূর্তিতে আজও মালা দিয়ে শ্রদ্ধা জানালেন মূর্তির স্রষ্টা ৷

ETv BHARAT
ETv BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Jan 17, 2024, 7:13 PM IST

নিজের শিল্পঘরেই প্রয়াণ দিবসে জ্যোতিবাবুর প্রিয় মূর্তিতে মালা পরান স্রষ্টা

আসানসোল, 17 জানুয়ারি: জন্মদিনে উপহার পাওয়া তাঁর নিজের মূর্তিটি ছিল তাঁর অত্যন্ত প্রিয় । কিন্তু তাঁর মৃত্যুর পর সেই মূর্তির কোথাও স্থান হয়নি । এমনকি রক্ষণাবেক্ষণে খামতির আশংকায় মূর্তি যায়নি আলিমুদ্দিন স্ট্রিটেও । মূর্তিটি ফিরে এসেছিল মোমের মূর্তির কারিগর আসানসোলের সুশান্ত রায়ের বাড়িতেই । বর্তমানে শিল্পী সুশান্ত রায়ের ওয়াক্স মিউজিয়ামে যত্নেই রয়েছে মূর্তিটি । 2011 সালের পর থেকে প্রতিটি জন্মদিন ও মৃত্যুদিনে জ্যোতি বসুর সেই মূর্তিতে মালা পরিয়ে শ্রদ্ধা জানান তার স্রষ্টা সুশান্ত রায় । আজ জ্যোতি বসুর 14তম প্রয়াণ দিবসেও তিনি একই কাজ করেছেন ৷

2003 সালে তৎকালীন ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তী এসেছিলেন আসানসোলের ভাস্কর সুশান্ত রায়ের বাড়ি এবং বরাত দিয়েছিলেন জ্যোতি বসুর একটি মোমের মূর্তি বানাতে হবে । সুশান্ত রায়ের বানানো সেই মূর্তিটি জ্যোতি বসুর 90তম জন্মদিনে উপহার দিয়েছিলেন তৎকালীন ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তী । মূর্তিটি পেয়ে জ্যোতি বসু দারুণ আনন্দ পেয়েছিলেন এবং হেসে বলেছিলেন, "একটি ছোট্ট ভুল আছে"। তারপর নিজের পকেট থেকে একটি পেন বের করে মূর্তির পাঞ্জাবির পকেটে গুঁজে দিয়ে বলেছিলেন, "এ বার একেবারে পারফেক্ট"। তখন থেকে ইন্দিরা ভবনেই রাখা থাকত সেই মূর্তি ।

জ্যোতি বসুর মৃত্যুর পর রাজ্য সরকার ইন্দিরা ভবন ফাঁকা করে দেয় । না, সেই বিখ্যাত মূর্তিটি রাজ্যের কোথাও ঠাঁই পায়নি । এমনকি সঠিক ভাবে রক্ষণাবেক্ষণ করা যাবে কি না সেই আশংকায় বাম নেতারা আলিমুদ্দিন স্ট্রিটেও নিয়ে যাননি সেই মূর্তি । জ্যোতিবাবুর আপ্তসহায়ক জয়কৃষ্ণ ঘোষের কাছে ভাস্কর সুশান্ত রায় জানতে পারেন, জ্যোতি বসুর নিজের খুব প্রিয় সেই মূর্তিটি পড়ে আছে অবহেলায় । তারপরেই মূর্তিটি আসানসোলে ফিরিয়ে আনেন ভাস্কর সুশান্ত রায় । বর্তমানে তাঁর ওয়াক্স মিউজিয়ামে রয়েছে মূর্তিটি ৷

সুশান্ত রায় জানিয়েছেন, তাঁর জীবনে প্রথম বানানো মূর্তি হচ্ছে অমিতাভ বচ্চনের । কিন্তু এই জ্যোতি বসুর মূর্তিটি তাঁকে জনপ্রিয়তা এনে দিয়েছিল । মূর্তিটি জ্যোতি বসুর অত্যন্ত প্রিয় ছিল । তাই তিনি প্রতিবছর জন্মদিন পালন করেন । ভাস্করের কথায়, "এই মুহূর্তে রক্ষণাবেক্ষণ প্রচণ্ড কঠিন কাজ । কারণ অতিরিক্ত ঠান্ডা কিংবা অতিরিক্ত গরমে মূর্তি রাখা যায় না । আলিমুদ্দিনে হয়তো এই মূর্তি রক্ষা রক্ষণাবেক্ষণ করা যেত না, সেই কারণে আমি মূর্তিটা নিয়ে এসেছি ।"

রাজ্যে পরিবর্তনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইন্দিরা ভবন ফাঁকা করে দেওয়া হয় । তখনই এই মূর্তিটাকে বের করে দেওয়া হয়েছিল । অথচ কী ভবিতব্য ! সুশান্ত রায়ের ওয়াক্স মিউজিয়ামে জ্যোতি বসু এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মূর্তি পাশাপাশিই রাখা আছে ।

আরও পড়ুন:

  1. জ্যোতি বসুর রেকর্ড ভেঙে বেশি সময়ের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয় স্থানে নবীন
  2. শূন্য অলিন্দে আজও তিনি দুর্গ আগলে
  3. প্রয়াণ-দশকে স্মৃতিচারণে জ্যোতি বসু

ABOUT THE AUTHOR

...view details